পুজোর পর থেকেই রাজ্যে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ ৷ সোমবার দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলেও সার্বিকভাবে পুজোর আগের তুলনায় রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সল্টলেক, দমদম, বারাসতের বেশকিছু এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ এই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, জলপাইগুড়ির বেশকিছু এলাকা ৷
তবে সোমবার রাজ্যে সামান্য কমেছে দৈনিক করোনা সংক্রমণ ৷ এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০৫ জন ৷ আগের দিন যা ছিল ৯৮৯ জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ২২৯ জন, উত্তর ২৪ পরগনায় ১৪২ জন ৷
গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ৩ জনের, উত্তর ২৪ পরগনায় ৩ জনের ৷ নদিয়ায় মারা গিয়েছেন ২ জন ৷ দক্ষিণ চব্বিশ পরগনায় মৃত্যু হয়েছে ১ জনের ৷ পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় ১ জন করে প্রাণ হারিয়েছেন ৷
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল ১০ জনের ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা ১৫ লাখ ৮৭ হাজার ২৬০ জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮০৭ জন ৷ সবমিলিয়ে করোনা রাজ্যে থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৬০ হাজার ৩২৫ জন ৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৮৬৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৬ জনের ৷
তবে আগের দিনের থেকে নমুনা পরীক্ষা কিছুটা কমেছে ৷ রবিবার ৪২ হাজার ৬২২ জনের নমুনা পরীক্ষা হয়েছিল ৷ সোমবার ২৯ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ২৯৮ জন।
আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৫২২ জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫১ হাজার ৫৭৩ জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট ৫ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৩৯৭ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৬ জন ৷
Be the first to comment