আগামী বছরে আইপিএল-এর পরিসর আরও বাড়ল। এই লিগে যুক্ত হল আরও দুটি টিম। নতুন দল হিসেবে যুক্ত হল আহমেদাবাদ ও লখনউ। সংবাদ সংস্থা সূত্রে দাবি, সঞ্জীব গোয়েঙ্কার RPSG গ্রুপ সাত হাজার কোটি টাকা দিয়ে লখনউ ফ্রাঞ্চাইজির মালিকানা পেয়েছে। অন্যদিকে CVC Capital Partners মালিকানা পেয়েছে আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির।
সম্প্রতি BCCI ঘোষণা করেছিল আগামী বছর থেকে আইপিএল-এ দুটি নতুন টিম যোগ হবে অর্থাৎ ৮ দলের আইপিএল হবে ১০ দলের। মোট ৬টি শহরকে বাছা হয় নতুন দুই দলের জন্য। তালিকায় ছিল আহমেদাবাদ, লখনউ, গুয়াহাটি, কটক, ইন্দৌর ও ধর্মশালা। এর মধ্যে আহমেদাবাদ, লখনউ এগিয়ে ছিল ফ্র্যাঞ্চাইজি পাওয়ার। অবশেষে এই দুই ফ্র্যাঞ্চাইজিই খেলবে আইপিএল।
একাধিক সংস্থা ফ্রাঞ্চাইজি কিনতে বিড জমা করেছিল। সেই তালিকায় নাম ছিল আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, হিন্দুস্তান টাইমস মিডিয়া, জিন্দাল স্টিল (নবীন জিন্দালের মালিকানাধীন), উদ্যোগপতি রনি ক্রুওয়ালা, কোটাক গ্রুপ, সিভিসি পার্টনারস, সিঙ্গাপুরের একটি বেসরকারি ইকুইটি ফার্ম ও ব্রডকাস্ট অ্যান্ড স্পোর্টস কনসাল্টিং এজেন্সিস ITW, গ্রুপ M। এগিয়ে ছিল আদানি গ্রুপ ও আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। এর আগে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস যখন শাস্তির কবলে পড়লে তখন আইপিএল-এ ছিল রাইজিং পুনে সুপার জায়ান্টস, যার মালিকানা ছিল মালিক সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ।
BCCI সূত্রে জানা গিয়েছিল, এই নামজাদা সংস্থার বাইরেও আরও অনেক জায়গা থেকে বিড জমা পড়েছিল। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল রণবীর সিং ও দীপিকা পাডুকোন। যদি এই জুটি কোনও ফ্র্যাঞ্চাইজির মালিক হতেন তাহলে শাহরুখ খান, জুহি চাওলা ও প্রীতি জিন্টার পরে বলিউড থেকে রণবীর-দীপিকা হবেন IPL দলের মালিক। এছাড়া আগ্রহ প্রকাশ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেডও।
বর্তমানে আইপিএল-এ রয়েছে মোট আটটি দল। এরমধ্যে রয়েছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ানস, পঞ্জাব কিংস, রাজস্থান রয়ালস, রয়েল চ্য়ালেঞ্জারস ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। আহমেদাবাদ ও লখনউ এই তালিকায় যুক্ত হলে মোট ১০টি টিম হবে। অর্থাৎ আগামী বছর থেকে আইপিএল খেলবে মোট ১০টি দল।
Be the first to comment