ছটপুজোর ছুটিতে সামান্য হেরফের করল রাজ্য সরকার। প্রাথমিকভাবে ৯ এবং ১০ নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছিল। এবার সেই ছুটি পালটে ১০ এবং ১১ নভেম্বর ঘোষণা করা হয়েছে।
সোমবার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ছটপুজো উপলক্ষ্যে ১০ নভেম্বর (বুধবার) ছুটি থাকছে। সেইসঙ্গে বাড়তি হিসেবে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) ছুটি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রাজ্য সরকারের তরফে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে ৯ এবং ১০ নভেম্বর সমস্ত সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছিল। ১০ নভেম্বরের ছুটি থাকছে। শুধু ৯ নভেম্বরের ছুটি পালটে ১১ নভেম্বর করা হয়েছে।
চলতি বছর আর কী কী ছুটি পড়ে আছে?
১) কালীপুজো – ৪ নভেম্বর (বৃহস্পতিবার)।
২) কালীপুজোর বাড়তি ছুটি – ৫ নভেম্বর (শুক্রবার)।
৩) ভ্রাতৃদ্বিতীয়া – ৬ নভেম্বর (শনিবার)।
৪) ছটপুজো – ১০ নভেম্বর (বুধবার)।
৫) ছটপুজোর বাড়তি ছুটি – ১১ নভেম্বর (বৃহস্পতিবার)।
৬) গুরুনানকের জন্মবার্ষিকী – ১৯ নভেম্বর (শুক্রবার)।
৭) বড়দিনের ছুটি – ২৫ ডিসেম্বর (শনিবার)।
Be the first to comment