উত্তরাখণ্ডে খাদে পড়ল গাড়ি, মৃত ৫ বাঙালি পর্যটক

Spread the love

উত্তরাখণ্ডে পর্যটকদের দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ তার জেরে একটি গাড়ি খাদে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনায় এ রাজ্যের ৫ জনের মৃত্যু হয়েছে ৷ উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, পিথোরাগড় জেলার মুন্সিয়ারি থেকে পর্যটকদের নিয়ে একটি ট্রাভেলার টেম্পো বাগেশ্বরের কৌশানী যাচ্ছিল ৷ তখনই শামা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ আরও একটি গাড়ি দুর্ঘটনায় উল্টে গিয়েছে ৷ অনেকে এই ঘটনায় আহত হয়েছেন ৷ ট্রাভেলার টেম্পোটি মুন্সিয়ারি থেকে পশ্চিমবঙ্গের পর্যটকদের নিয়ে বাগেশ্বরে ফিরছিল ৷ সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি ৷

কাপকোটের শামা এলাকার জাসরৌলিতে দুর্ঘটনাটি ঘটেছে ৷ ট্রাভেলার টেম্পোটি উত্তরাখণ্ডের হালদওয়ানি এলাকার ছিল ৷ প্রাথমিকভাবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, মুন্সিয়ারি থেকে শামা হয়ে কৌশানী যাওয়ার সময় ট্রাভেলার গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তবে, গাড়ি দু’টির চালকরা সামান্য আহত হয়েছেন ৷ স্থানীয় গ্রামবাসীদের মতে, খাদে গাড়ি পড়ে যাওয়ার কারণেই ৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে ৷ উত্তরাখণ্ডে বাগেশ্বরের জেলাশাসক বিনীত কুমার এবং পুলিশ সুপার অমিত শ্রীবাস্তব জানিয়েছেন, মৃতরা হলেন, কিশোর ঘটক (৫৯), শ্রাবনী চক্রবর্তী (৫৬), সুব্রত ভট্টাচার্য (৬১), রুনা ভট্টাচার্য (৫৬), চন্দনা খাঁ (৬৪)। সুব্রত ভট্টাচার্য ও রুনা ভট্টাচার্য স্বামী-স্ত্রী। তাঁরা দুর্গাপুরের বাসিন্দা। কিশোর ঘটক ও চন্দনা খাঁ রানীগঞ্জের বাসিন্দা। শ্রাবনী চক্রবর্তী আসানসোলের বাসিন্দা।

দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ি খাদে পড়ে যাওয়ার পাশাপাশি, আরেকটি গাড়ি রাস্তার উপরেই উল্টে যায় ৷ উল্টে যাওয়া গাড়িটির যাত্রীরা সকলেই অল্প বিস্তর আহত হয়েছেন ৷ পর্যটন সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের মোট ৩টি গাড়ি ভাড়া করেছিল পর্যটকদের একটি দল ৷ সেই তিনটি গাড়ি কৌশানী যাচ্ছিল ৷ খাদে পড়ে যাওয়া গাড়ি থেকে বাকিদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ পর্যটন সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছেন বলে খবর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*