বিএসএফ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক উদয়ন গুহের করা মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তিনি মঙ্গলবার বলেন, ‘চেকিং করার নামে ছেলের সামনে মায়ের গোপনাঙ্গে হাত দেয় বিএসএফ।’ এই মন্তব্য নিয়ে তীব্র আলোড়ন তৈরি হয়। প্রতিবাদে সরব হন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার এই মন্তব্যের পালটা জবাব দিলেন বিএসএফ আধিকারিক।
এই মন্তব্যের পরেই এক পদস্থ বিএসএফ আধিকারিক একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানায়, এই যাবতীয় আরোপ ভিত্তিহীন। তিনি বলেন, ‘পেশাদারিত্বের সঙ্গে নিজেদের কাজ করে বিএসএফ। সমস্ত ধরনের নিয়ম মেনে কাজ করা হয়। বিএসএফ-এর মহিলা প্রহরীরা মহিলাদের তল্লাশি নেন। মহিলাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কাজের প্রতিটি ক্ষেত্রে আইন মেনে চলি। যদি মহিলাদের তল্লাশি নেওয়া হয় সেখানে যাতে মহিলা সুরক্ষা কর্মী উপস্থিত থাকেন, তা সুনিশ্চিত করা হয় সবসময়।’
উল্লেখ্য, এদিন উদয়ন গুহ বলেন, ‘সীমান্তবর্তী অঞ্চলের মানুষদের জিজ্ঞাসা করে দেখুন, কী আচরণ করে বিএসএফ ওখানে। ছোট ছোট সন্তানের সামনে বাবাকে কান ধরে ওঠবোস করায়। চেকিং করার নামে ছেলের সামনে মায়ের গোপনাঙ্গে হাত দেয় বিএসএফ। এখানেই শেষ নয়, তিনি বলেন বিএসএফ দেশপ্রেমিক নয়।’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘আপনার দলের একটা পা ভেঙে গিয়েছে। আর একটা পা ভেঙে দেব। এলাকায় ঢুকলে হাত-পা ভেঙে দেব।’
এদিকে উদয়ন গুহর মন্তব্যের তীব্র প্রতিবাদ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘১৮ তারিখ বিএসএফ অফিসে যাব। পদ্মফুল, মিষ্টি, রসগোল্লা নিয়ে যাব জওয়ানদের জন্য। বলব এতদিনে একটা কাজের কাজ হয়েছে। ৫০ কিলোমিটার পর্যন্ত নয়, এই এক্তিয়ার ৮০ কিলোমিটার পর্যন্ত করা উচিত। মালদা এবং মুর্শিদাবাদ থেকে ১০০ জন জঙ্গি ঢুকেছে। জম্মু-কাশ্মীর , অসমের মতো এই রাজ্যেও বিশেষ তল্লাশির প্রয়োজন রয়েছে।’
এখানেই শেষ নয়, এই বিজেপি বিধায়ক আরও বলেন, ‘ তিনি এই মন্তব্যের মধ্য দিয়ে মহিলাদের অপমান করেছেন। শহিদ বিএসএফ জওয়ানদের অপমান করেছেন। অনুপ্রবেশকারী, গোরু-নারী-মাদক পাচারকারীদের ঠেকাতে কেন্দ্রের সিদ্ধান্ত যথাযথ।’ উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভায় বিএসএফ-এর এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ হওয়ার পরেই এই মন্তব্যগুলি করেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, উদয়ন গুহের মন্তব্যের পালটা বিএসএফ-এর এই বক্তব্য সামনে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Be the first to comment