চালচলনে বদল না হলে বিলুপ্তি অবশ্যম্ভাবী, ফের তথাগতর নিশানায় বঙ্গ-বিজেপি

Spread the love

আবার ভারতীয় জনতা পার্টির বঙ্গ ব্রিগেডকে আক্রমণ করলেন দলের নেতা তথাগত রায় ৷ একাধিক টুইট ও রিটুইট করে তিনি এদিন দলের বিরুদ্ধে বিষোদগার করেছেন ৷ পাশাপাশি নেতাদের উদ্দেশ্যে দলের সংস্কারের দাওয়াই দিয়েছেন ৷

কয়েকদিন আগে টুইট করে বঙ্গ-বিজেপির নেতাদের বিরুদ্ধে টাকা ও নারী নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন ৷ এদিন সেই প্রসঙ্গ তুলে আবার টুইট করেন তিনি ৷ লেখেন, ‘‘বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত । আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গিয়েছে ।’’

এর পর দলের বিরুদ্ধে তাঁর হুঁশিয়ারি, ‘‘বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে ।’’ তবে একই সঙ্গে তিনি দলের সংস্কার নিয়ে পরামর্শও দিয়েছেন ৷ লিখেছেন, ‘‘…নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।’’

এছাড়া একাধিক রিটুইট করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ৷ দলের বিরুদ্ধে আক্রমণ করায় তথাগতকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ করছেন অনেকে ৷ সেই নিয়ে কারও একটি টুইট রিটুইট করেন তথাগত ৷ সেখানে প্রশ্ন তোলা হয়েছে, বিজেপির ভুল ধরলেই কি তৃণমূলের এজেন্ট ? অনেকে আবার তথাগতর এই ভূমিকার প্রশংসা করেছেন ৷ সেটাও রিটুইট করেছেন বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা ৷

দলের সমালোচনায় সরব হলেও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসা করেছেন তথাগত রায় ৷ বিএসএফ ইস্যুতে বিধানসভায় তৃণমূল বিধায়ক উদয়ন গুহর মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি টুইট করেছেন, ‘‘বিএসএফ-র বিরুদ্ধে `অশালীন` শব্দ প্রয়োগ; পশ্চিমবঙ্গ কি আলাদা দেশ ? প্রশ্ন শুভেন্দুর ৷ পেরেকের ঠিক জায়গায় ঘা মেরেছেন শুভেন্দু ।….’’

অন্যদিকে এসএসসি ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ এই নিয়ে একটি টুইট তিনি রিটুইট করেছেন ৷ সেখানে লেখা, ‘‘শেষে তৃণমূল সরকার মেনে নিয়েছে এসএসসি-তে দুর্নীতি হয়েছে । এগিয়ে শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ ।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*