এবার পুরুষদেরও স্বনির্ভার প্রকল্পের আওতায় আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। কাজের খোঁজে পরিবার ছেড়ে ভিন রাজ্যে চলে যেতে হয়ে বাংলার পুরুষদের। তার ভয়াবহতা লকডাউনের সময়ই টের পাওয়া গিয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত।
গোটা দেশে এই প্রথম পুরুষদের জন্য এমন কোনও প্রকল্প শুরু হতে চলেছে বলে জানিয়েছেন রাজ্য স্বনির্ভর প্রকল্প বিভাগের এক আধিকারিক। তিনি জানিয়েছেন, পুরুষদের জন্য আনা এই প্রকল্পের নাম আপাতত ‘উৎপাদক গোষ্ঠী’ রাখা হবে বলে ঠিক হয়েছে ৷ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ওই আধিকারিক বলেন, এই প্রকল্পের আওতায় ছোট ব্যবসায় পুরুষদের নিযুক্ত করবে রাজ্য সরকার ৷ তাঁরা যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলি পান, তা-ও নিশ্চিত করবে রাজ্য ৷ খুব শীঘ্র এ জাতীয় সুযোগ-সুবিধাগুলিকে একছাতার নীচে আনা হবে , তাতে নিজেদের ব্যবসা খুলে বসতে পারবেন ৷
এই প্রকল্পের আওতায় সমব্যয় ব্যাঙ্কগুলি থেকে ঋণ মিলবে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ এ ছাড়াও অন্যান্য ব্যাঙ্ককেও এর মধ্যে সংযুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি ৷ এক একটি গোষ্ঠীতে সর্বোচ্চ ১০ জন করে পুরুষকে নিয়ে প্রথমে প্রকল্প শুরু হবে ৷ পরবর্তীকালে ৫ জন করে লোক নিয়েও আরও ছোট ছোটও গোষ্ঠী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি ৷ এতে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব হবে বলে আশাবাদী রাজ্য ৷
Be the first to comment