গোয়ার খনিজ সম্পদ নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস ৷ সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গোয়া সফরের সময় এই কথা বলেওছিলেন ৷ বাংলার শাসকদলের এই পরিকল্পনা নিয়ে প্রশংসা করেছেন পরিবেশবিদ ক্লডে আলভারেজ। একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে গোয়া ফাউন্ডেশনের ডিরেক্টর আলভারেজ এই মত প্রকাশ করেছেন ৷ গোয়া ফাউন্ডেশন পরিবেশ নিয়ে নজরদারি করে ৷ তাদের উদ্যোগেই ২০১৮ সালে গোয়ায় বেআইনি খনি বন্ধে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷
তৃণমূল কংগ্রেসের উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি আলভারেজ বিজেপি, আম আদমি পার্টি ও কংগ্রেসকেও আক্রমণ করেছেন ৷ তাঁর অভিযোগ, কোনওদলই এই নিয়ে উদ্যোগ নিচ্ছে না ৷ তাঁর দাবি, বিজেপি সাত বছর ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে, তারা এই নিয়ে কোনও উদ্যোগ নেয়নি ৷ আম আদমি পার্টির বক্তব্য ছ’মাসের মধ্যেই তারা এই কাজ শুরু করতে পারে ৷
কিন্তু দীর্ঘমেয়াদি ভাবে খনি নিয়ে তাঁদের তরফে যে যে প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব মেনেই তৃণমূল কংগ্রেস এই নিয়ে তাদের পরিকল্পনার কথা শুনিয়েছে বলে দাবি আলভারেজ ৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, গোয়ার খনিজ সম্পদ নিয়ে কংগ্রেসের কোনও পরিকল্পনাই নেই ৷ তাই তাঁর দাবি, খনি চালু করার কথা বলে আসলে গোয়ার মানুষের সঙ্গে প্রতারণা করছে অন্য রাজনৈতিক দলগুলি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে গোয়ায় কয়েকমাস পরেই বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে বিজেপিকে হারাতে পাখির চোখ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ কংগ্রেস ছেড়ে বেশ কয়েকজন নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ লিয়েন্ডার পেজ, নাফিসা আলির মতো হেভিওয়েটরাও এসেছেন ঘাসফুল শিবিরে ৷
গোয়ায় গিয়ে মমতাও ওই রাজ্যের জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা শুনিয়েছেন ৷ সেখানে তৃণমূল ভোটে জিতলে কী কী করবে, সেই সব রয়েছে ওই পরিকল্পনায় ৷ এখন দেখার তৃণমূলের প্রতিশ্রুতি গোয়ার মানুষ কীভাবে গ্রহণ করেন !
Be the first to comment