গত ২৪ ঘণ্টায় রাজ্যে সামান্য বাড়লো পজিটিভিটি রেট, মৃত আরও ৯

Spread the love

করোনা আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরতে মরিয়া রাজ্য। দীর্ঘদিন পর খুলেছে স্কুল-কলেজ। কর্মক্ষেত্রেও যোগ দিয়েছেন কর্মীরা। তবে প্রতিক্ষেত্রে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সরকারও এ বিষয়ে সদা সচেষ্ট। উৎসবের মরশুম শেষেও অবশ্য পরিসংখ্যান বলছে, বাংলায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ।

তবে গত ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট সামান্য চিন্তায় রাখছে। শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৮৭৭ জন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২৪২ জন। সংক্রমণের নিরিখে এদিন দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১৫৮ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৭৬। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ৭৩ ও ৭৪ জন।

ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৮ হাজার ৩৯৩ জন। ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট সামান্য বেড়ে হল ১.৯৮ শতাংশ। একদিনে ভাইরাসের বলি ৯ জন। যার মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন দু’জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। বর্তমানে মৃত্যুর হার ১.২০ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*