ভারতীয় বোলারদের দাপটে ছন্নছাড়া কিউয়িরা, সিরিজ জয় টিম ইন্ডিয়ার

Spread the love

টি-২০ ক্রিকেটে রোহিত শর্মার অধিনায়কত্বের শুরুটা বেশ ভালোই হল। রবিবার ইডেন গার্ডেন্সে সিরিজের তৃতীয় ম্যাচে ৭৩ রানে জয়লাভ করল টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে নিউ জিল্যান্ডকেও ৩-০ ব্যবধানে এই সিরিজে মাত দিল। সম্প্রতি টি-২০ বিশ্বকাপে এই নিউ জিল্যান্ডের কাছে হেরেই সুপার ১২ পর্ব থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। সেই প্রতিশোধের আগুন ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়ের মনের মধ্যেই ধিকধিক করে জ্বলছিল। রবিবার নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সেই প্রতিশোধের বৃত্ত সম্পূর্ণ হল।

তবে এই জয়ের পিছনে ভারতীয় বোলারদের অবদান অনস্বীকার্য। হতে পারে এই দলে নিউ জিল্যান্ড ক্রিকেট দলের কয়েকজন হয়ত খেলেননি। কিন্তু, তাতে কী! জয় তো জয়ই। ভারতীয় বোলারদের মধ্যে তিন উইকেট শিকার করলেন অক্সর প্যাটেল। জোড়া উইকেট নেন হর্ষল প্যাটেল। এছাড়া একটি করে উইকেট নেন দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল এবং ভেঙ্কটেশ আইয়ার।

ইডেন গার্ডেন্স সবসময়ই পয়মন্ত রোহিত শর্মার কাছে। আজ এই মাঠেই নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাস্ত করেছে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে বিরাট কোহলির রেকর্ডও ভাঙলেন রোহিত। টি-২০ ক্রিকেটে বিরাট এখনও পর্যন্ত ২৯বার ৫০ প্লাস রান করেছেন। আজ রোহিত শর্মা ৩০ বার ৫০ প্লাস রানের নজির স্পর্শ করলেন।

রবিবার ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে টিম ইন্ডিয়া। ৩১ বলে ৫৬ রান করেন রোহিত শর্মা। এছাড়া নিজেদের সাধ্যমতো স্কোরবোর্ড সচল রাখতে সাহায্য করেন ইশান কিষান (২১ বলে ২৯ রান), শ্রেয়স আইয়ার (২০ বলে ২৫ রান), ভেঙ্কটেশ আইয়ার (১৫ বলে ২০ রান), হর্যল প্যাটেল (১১ বলে ১৮ রান)। আর শেষবেলায় তো ৮ বলে ২১ রান করে গোটা ম্যাচের রংটাই বদলে দেন দীপক চাহার।

জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নামে নিউ জিল্যান্ড। এত কঠিন একটা টার্গেট তাড়া করার জন্য দরকার ছিল একটা লম্বা পার্টনারশিপের। কিন্তু, সেটাই কিউয়ি ব্যাটসম্যানরা করতে পারলেন না। একমাত্র ওপেনার মার্টিন গাপটিল (৩৬ বলে ৫১ রান) এবং টিম শেইফার্ট (১৮ বলে ১৭ রান) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। অবশেষে কাঙ্খিত জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*