বাড়লো রাজ্যের কোভিড সংক্রমণ। রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৭ জন। শনিবারের তুলনায় খুব সামান্যই বেড়েছে সংক্রমণ। ওইদিন ৭২৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এদিনের হিসেব অনুযায়ী, বঙ্গে সর্বমোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ন’ হাজার ৮৪৫। কোভিড মুক্ত হয়েছেন ৭৪৫ জন। যা নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৮২ হাজার ৪৪২ জন। এদিন কোভিড মৃত্যুর সংখ্যা সাত। যা নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৩৮৩। সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা আট হাজার ২০। রবিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। মৃত্যুর হার ১.২০ শতাংশ।
এদিন কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২১৩। উত্তর ২৪ পরগনায় কোভিড আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৩। হুগলিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫২। হাওড়ায় কোভিড আক্রান্ত হলেন ৫৯। পূর্ব ও পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৩ এবং ১১ জন। পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে যথাক্রমে কোভিড আক্রান্ত হয়েছেন ১২ এবং ন’ জন। ঝাড়গ্রামে করোনা আক্রান্তের সংখ্যা সাত। বাঁকুড়ায় জন, পুরুলিয়ায় দু’ জন, বীরভূমে ১৭ জন, নদিয়ায় ২১ জন, মুর্শিদাবাদে পাঁচ জন, মালদায় ছ’ জন, দক্ষিণ দিনাজপুরে সাত জন, উত্তর দিনাজপুরে দু’ জন, জলপাইগুড়িতে ২০ জন, কালিম্পং এ একজন, দার্জিলিঙে ২৯ জন, কোচবিহারে ১৯ জন, আলিপুরদুয়ারে চার জন্য করোনা আক্রান্ত হয়েছেন এদিন।
এদিকে বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণ সম্পন্ন হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৩৮০ জনের। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দু’ লাখ ৪৬ হাজার ২৭৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন দু’ লাখ ৮৪ হাজার ১০৬ জন। মহামারীতে টিকাকরণ থেকে এদিন পর্যন্ত রাজ্যে মোট টিকা নিয়েছেন আট কোটি ৭২ লাখ সাত হাজার ৬৬১ জন।
প্রথম ডোজ নিয়েছেন ছ’ কোটি ১৩ লাখ ১৩ হাজার ২৩৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন দু’ কোটি ৫৮ লাখ ৯৪ হাজার ৪২৩ জন। টিকাকরণের উপর জোর দিয়ে করোনাকে কাবু করতে চাইছে রাজ্য সরকার। কেন্দ্রও একই পথে হাঁটছে। বর্তমানে ২০৩ টি হাসপাতালে করোনা চিকিৎসা চলছে। ২১ নভেম্বর করোনার নমুনা সংগ্রহ হয়েছে ৪০ হাজার সাত জনের। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটি রেট ১.৮২ শতাংশ।
Be the first to comment