ত্রিপুরায় রাজনৈতিক হিংসা বন্ধে পদক্ষেপ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেসের তরফে সোমবার বিকেলে এমনই দাবি করা হয়েছে ৷ এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সেরে বের হওয়ার পর এই দাবি করেছেন ঘাসফুল শিবিরের সাংসদরা।
সোমবার সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা ৷ সকালে নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনেও বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ তার পর বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদদের সাক্ষাতের সময় দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই মতো তাঁর বাসভবনে গিয়ে সাক্ষাত করেন তৃণমূলের সাংসদরা।
অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সেরে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় জানান, ত্রিপুরায় যাতে আর হিংসা নয়, সেই বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, অমিত শাহ জানিয়েছেন যে তিনি গতকাল, রবিবারই ত্রিপুরার পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে কথা বলেছেন ৷ আবারও এই নিয়ে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন ৷
ত্রিপুরায় পৌর-নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস লড়াই করছে ৷ সেই কারণে বাংলা থেকে নেতা-নেত্রীরা গিয়ে প্রচার করছেন। প্রচারে সেখানে যাওয়া যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে রবিবার পূর্ব আগরতলা মহিলা থানায় ডেকে পাঠানো হয় ৷ সায়নী যখন থানার বাইরে, সেই সময় বাইরে থাকা তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে ৷ পরে সায়নীকে গ্রেফতার করে পুলিশ।
Be the first to comment