দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকে প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে জানালেন কীর্তি

Spread the love

দেশকে সঠিক দিশা দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর একথা জানালেন কীর্তি আজাদ ৷

প্রাক্তন এই ক্রিকেটার দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন ৷ প্রথমে বিজেপিতে ছিলেন ৷ তার পর কংগ্রেসে চলে যান ৷ এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগদান করলেন ৷

তারপর তিনি জানান, যতদিন তিনি রাজনীতি করবেন, ততদিন তিনি মমতার সঙ্গেই থাকবেন ৷ কারণ, দেশে এখন এমন একজন ব্যক্তিত্বের প্রয়োজন, যিনি দেশকে সঠিক দিশা দেখাবেন ৷ সেই ব্যক্তিত্ব যে মমতা, তাও এদিন তিনি স্পষ্ট করে দেন ৷

কীর্তি আজাদ কপিল দেবের বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার ছিলেন ৷ নিজের ক্রীড়াবিদ-সত্ত্বাকে সামনে রেখে তিনি বলেন, আমি খেলোয়াড় ৷ কোনও জাত-ধর্ম নেই ৷ দেশের জন্য রাজনীতি করব ৷ সেই রাজনীতির পথপ্রদর্শক মমতা বলে তিনি এদিন জানান ৷

এদিন কীর্তি ছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রাক্তন উপদেষ্টা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ৷ তাঁর নাম পবন বর্মা ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নয়াদিল্লিতে ৷ এদিন তাঁর সঙ্গে দেখা করে তৃণমূলে যোগ দেন পবন বর্মা ৷ যোগদানের পর তিনি জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সম্ভাবনার কথা বিচার করেই তিনি তৃণমূলে যোগদান করলেন বলে পবন বর্মা জানিয়েছেন ৷

তিনি এর আগে সক্রিয় ভাবে নীতিশ কুমারের সংযুক্ত জনতা দলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ জেডিইউ-এর তরফে তাঁকে রাজ্যসভায় পাঠানো হয় ৷

প্রসঙ্গত, এদিন সকাল থেকেই তৃণমূলে যোগদান সংক্রান্ত একাধিক নাম শোনা যাচ্ছিল ৷ সেই তালিকায় যেমন ছিলেন কীর্তি আজাদ, কংগ্রেসের প্রাক্তন সাংসদ অশোক তানওয়ারও ৷ এদিন প্রথমে যোগদান করেন পবন বর্মা ৷ তার পর কীর্তি আজাদ যোগ দেন ৷ এর পর অশোক তানওয়ার যোগদান করেন তৃণমূলে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করে তৃণমূল ৷ তার পর জাতীয়স্তরে সংগঠন বিস্তার শুরু করে ঘাসফুল শিবির ৷ এই প্রক্রিয়া দেশের বিভিন্ন প্রান্তের একাধিক রাজনৈতিক নেতা ও পরিচিত মুখ তৃণমূলে যোগদান করেছেন ৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল – সুস্মিতা দেব, লুইজিনহো ফেলেইরো, লিয়েন্ডার পেজ, নাফিসা আলি ৷

এদিকে এদিন নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শিল্পী জাভেদ আখতার ৷ গত জুলাইয়ে যখন মমতা নয়াদিল্লিতে গিয়েছিলেন, তখনও জাভেদ আখতার তাঁর সঙ্গে দেখা করেছিলেন ৷ সেবার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শাবানা আজমিও ৷ এবার অবশ্য জাভেদ আখতার একাই ছিলেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*