দুর্ব্যবহারের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল ১২ জন সাংসদকে। তালিকায় রয়েছেন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী। সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং মর্যাদাহানি করার অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে। গোটা শীতকালীন অধিবেশনের জন্যই এই ১২ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, বাদল অধিবেশন চলাকালীন বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে সংসদে অভিযোগ জানিয়েছিল কেন্দ্র। ১২ জন সাংসদের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছিল। পাশাপাশি সংসদের বাইরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি করারও অভিযোগ আনা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়। এরপরই অভিযুক্ত সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। গোটা শীতকালীন অধিবেশনের জন্যই এই সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শান্তা ছেত্রী এবং দোলা সেন ছাড়াও এই তালিকায় ছিলেন অর্পিতা ঘোষও। কিন্তু, তিনি ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় এই শাস্তি তাঁর বিরুদ্ধে কার্যকর হচ্ছে না বলেই খবর। তৃণমূল দুই সাংসদ ছাড়াও এই সাসপেনশনের তালিকায় রয়েছেন CPIM সাংসদ এলামারাম করিম, কংগ্রেসের সাংসদ ফুলো দেবী, ছায়া বর্মা, আর বোরা, রাজামণি প্যাটেল, সৈয়দ হুসেইন, অখিলেশ প্রসাদ সিং। CPI-এর বিনয় বিশ্বম এবং শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী ও অনিল দেসাই।
Be the first to comment