কর্মীদের অসহযোগিতাতেই নন্দীগ্রামে হার মমতার, ভাইরাল অডিয়োয় নাম জড়াল সুব্রত বক্সির

Spread the love

দলীয় কর্মীদের অসহযোগিতাতেই নন্দীগ্রাম থেকে বিধায়ক হতে পারেননি রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা সুব্রত বক্সি নিজেই নাকি এমন মন্তব্য করেছেন! একটি ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে সামনে এসেছে এই দাবি ৷

ওই অডিয়ো রেকর্ডিংয়ে একটি পুরুষ কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, ‘দলীয় কর্মীদের অসহযোগিতাতেই নন্দীগ্রাম থেকে বিধায়ক হতে পারেননি মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷’’ পরবর্তীতে দাবি করা হয়, ওই পুরুষ কণ্ঠটি নাকি আদতে সুব্রত বক্সির ৷ যদিও এই অডিয়ো ক্লিপের সত্যতা রোজদিন.ইন যাচাই করেনি ৷

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন মমতা ৷ তাঁর প্রধান প্রতিপক্ষ ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। খুব সামান্য ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে পরাজিত করেন তিনি ৷ ভোটের ফলপ্রকাশের পরই মমতা দাবি করেন, ষড়যন্ত্র করে তাঁকে নন্দীগ্রামে হারানো হয়েছে ৷ বিষয়টি নিয়ে আদালতে মামলাও রুজু করা হয়েছে ৷ সেই মামলা এখনও অমীমাংসিত ৷ ইতিমধ্যে ভবানীপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় ৷ রেকর্ড ভোটে জয়ী হয়ে বিধায়ক হন মমতা ৷ তবে এরপরও নন্দীগ্রামে তাঁর পরাজয় নিয়ে তৃণমূলের অন্দরে সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব কাটেনি বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ ভাইরাল অডিয়ো ক্লিপের কণ্ঠস্বর যদি সত্যিই সুব্রত বক্সির হয়, তাহলে এই তত্ত্বই আরও পোক্ত হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*