দমদম সেন্ট্রাল জেলে বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে টিটাগড়ে ধুন্ধুমার। বিটি রোড অবরোধ করে বিক্ষোভ মৃতের পরিবারের। তার ফলে তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
টিটাগড়ের বাসিন্দা বছর উনিশের মইনুদ্দিন খাঁ’র বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। সেই অভিযোগে গত ৬ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে রাখা হয় দমদম সেন্ট্রাল জেলে। জেল হেফাজতে থাকাকালীন শনিবার সন্ধেয় মৃত্যু হয় মইনুদ্দিনের।
নিহত ওই যুবকের পরিবারের অভিযোগ, জেল হেফাজতে থাকাকালীন শুধুমাত্র সন্দেহের বশে তার উপর বেধড়ক অত্যাচার করে। সে কারণেই মৃত্যু হয়েছে মইনুদ্দিনের। দমদম সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের তরফে মৃত্যুর খবর কেন দেওয়া হল না, সেই প্রশ্নও তোলেন ওই যুবকের পরিজনেরা।
ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরই থানায় ছুটে যান তাঁর পরিজনেরা। অভিযোগ, সেই সময় পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। পুলিশ তাদের মারধর করে থানা থেকে বের করে দেয় বলেও অভিযোগ। এরপরই নিহতের পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন। টিটাগড় থানার সামনে বিটি রোড অবরোধ করেন তাঁরা। বেশ কিছুক্ষণ ধরে চলা অবরোধের জেরে বিটি রোডে (BT Road) তীব্র যানজট তৈরি হয়। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে অবরোধকারীদের লাঠিচার্জ করে বলে অভিযোগ।
Be the first to comment