রবিবাসরীয় পুরভোটে অশান্ত হল মহানগর। বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনা নিয়ে তৃণমূলের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
তৃণমূলের তরফে বলা হয়েছে রবিবার সকালে ৪টে বোমা পড়েছে বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে। বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, “আমাদের ক্যাম্পে ব্যানার হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন রেললাইনের ওপর বোমাবাজি হয়েছে। পুলিশের তদন্তের বিষয়। প্রশাসন দেখবে এটি কী হয়েছে।” পুলিশের তরফে জানান হয়েছে এখনও তাঁদের কাছে কোনও বোমাবাজি হয়েছে, এমন তথ্য নেই।
এদিকে, জোড়াবাগান এলাকায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্দল প্রার্থীদের মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিতের। অবজার্ভারকে খতিয়ে দেখার নির্দেশ কমিশনের। এরপর পোস্তার একটি বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল ও নির্দল প্রার্থীর এজেন্টরা।
Be the first to comment