‘টাকা দিয়ে পুরভোটে প্রার্থী, দলও জানে!’ বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়

Spread the love

পুরভোটে প্রার্থী হতে দিতে হয়েছে টাকা! রাজ্য বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের। রবিবার পুরভোটের দিনই ফের বোমা ফাটালেন তিনি। দিলীপ ঘোষের বিরুদ্ধেও ক্ষোভের সুর শোনা গেল রূপার কণ্ঠে। সংবাদ মাধ্যমের সামনে এদিন তিনি বলেন, ‘আমাদের রাজ্য বিজেপি সভাপতি নতুন। কিন্তু, দিলীপ ঘোষের পুরনো টিমটা রয়েছে। এখন তারা বদমাইশি না থামালে মুশকিল।’

৮৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তিস্তা দে বিশ্বাসের মৃত্যুর পর তাঁর স্বামী গৌরব বিশ্বাস পুরভোটে টিকিট না পাওয়া নিয়ে সরব হয়েছিল রূপা। এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছে রাজর্ষী লাহিড়ীকে। এরপরেই রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রূপা। গৌরব বিশ্বাস নির্দল হিসেবে ভোটে লড়াই করছেন। তাঁকে প্রকাশ্যে সমর্থন করেছেন এই বিজেপি সাংসদ। এমনকী, গৌরবের নির্দল হয়ে মনোনয়ন জমা দেওয়ার পর বৈঠকের আয়োজন করে গেরুয়া শিবির। কিন্তু, এই বৈঠক ছেড়ে বেরিয়ে যান রূপা। বিজেপির প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে অর্থের খেলা রয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

পুরভোটের দিন ফের একবার বিস্ফোরক মন্তব্য করেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে টাকার খেলা রয়েছে। কিছু ক্ষেত্রে অন্তত এটা ঘটেছে। বিষয়টির প্রমাণও রয়েছে আমার কাছে।’ সেক্ষেত্রে কেন এই বিষয়টি নিয়ে দলের কাছে দরবার করছেন না রূপা! এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দল জানে না এটা হয় নাকি কখনও!’

এদিন রূপা স্পষ্ট জানান, তিনি রাজ্য বিজেপির কেউ নন। রাজ্য বিজেপির কোনও সাংগঠনিক পদের দায়িত্ব তাঁর উপর দেওয়া হয়নি। পুরভোটের জন্য গঠিত কমিটির সদস্য হওয়ার প্রসঙ্গে রূপা বলেন, ‘আমি বেকার কোনও কমিটির মেম্বার নই।’ হাতে গোনা কয়েকজন সমস্ত সিদ্ধান্ত নেন বলেও তোপ দেগেছেন রূপা। সরাসরি দিলীপ ঘোষকে তোপ দেগে তিনি বলেন, ‘আমাদের রাজ্য বিজেপি নতুন। কিন্তু, দিলীপ ঘোষের টিমটা রয়েছে।’ এই টিমই ‘বদমাইশি’ করছে বলে অভিযোগ রূপার। এই অভিযোগ নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিষয়টি নিয়ে তাঁর কোনও মন্তব্য নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*