বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া কলকাতা পুরসভা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানালো রাজ্য নির্বাচন কমিশন। বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬৩.৬৩ শতাংশ।
রবিবারের পুরভোটে বুথ দখলের কোনও অভিযোগ তাদের কাছে জমা পড়েনি বলেও তারা জানিয়েছে। শুধু তাই নয়, এই ভোটে পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট তারা। কলকাতা পুরভোটে ১,৬৫৬টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ৪,৯৫৯টি বুথ ছিল। কমিশন জানিয়েছে, দু’টি ‘বোমা জাতীয় দ্রব্য নিক্ষেপ’-এর ঘটনা ছাড়া মোটের উপর পুরভোট নির্বিঘ্নেই মিটেছে।
পুরভোট চলাকালীন খন্নায় বোমাবাজির অভিযোগ উঠলেও ওই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে কমিশন। যদিও ওই ঘটনায় এন্টালি থানায় মামলা রুজু করা হয়েছে। তবে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত এন্টালির ঘটনায় কেউ গ্রেফতার হননি।
Be the first to comment