ব্যাপক অনিয়ম ও সন্ত্রাস হয়েছে কলকাতা পুরভোটে। অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ সিপি আইএম এবং বিজেপি।
মামলা করার অনুমতি চাইলেন ২ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দেবলীনা সরকার। তথ্য প্রমাণ দিয়ে অভিযোগপত্র দাখিল করার আবেদন করলো বিজেপিও। দুটি মামলাই গৃহীত হাইকোর্টে। সিপিআইএম-বিজেপি দুপক্ষের আবেদনই মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। ২৩ ডিসেম্বর একযোগে দুই মামলার শুনানি।
রবিবার মহানগরে ঊর্ধ্বগামী রাজনৈতিক উত্তাপের পারদ। দিনভর অশান্তির আবহেই শেষ হল কলকাতা পুরনির্বাচন। উত্তর থেকে দক্ষিণ, মধ্য কলকাতাতেও বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে আসে। বিভিন্ন ওয়ার্ডে বিরোধী প্রার্থীর পোলিং এজেন্টদের হেনস্থা করার অভিযোগ ওঠে।
রবিবারই পুনর্নির্বাচনের দাবি জানিয়ে রাজভবনে ডেপুটেশন জমা দেন শুভেন্দু অধিকারী। রবিবার রাজভবনে শুভেন্দু অধিকারির নেতৃত্বে পৌঁছন বিজেপি প্রতিনিধিরা। ভোট শেষে শুভেন্দু বলেন, ‘পুরসভা ভোটকে প্রহসনে পরিণত করেছে শাসকদল। আমরা সমস্ত ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে বলব, শাসকদলের চাটুকারিতা করে বেশিদূর চলা যাবে না।’ একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন শুভেন্দু। তাঁর কটাক্ষ, ‘জেড প্লাস সিকিউরিটি নিয়ে চলেন। চাটার্ড বিমানে ঘোরেন। উনি হঠাৎ শাসকদলের পক্ষ থেকে কথা বলা কেন শুরু করলেন।
Be the first to comment