সেবক-রংপো রেল প্রকল্পে ফের দুর্ঘটনা, মাটি চাপা পড়ে মৃত ২

Spread the love

সেবক-রংপো রেল প্রকল্পে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মৃতরা হল সন্তোষ রায় (২৫) এবং কারু ওঁরাও বয়স ২৫ । মৃতরা প্রত্যেকেই ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কালিম্পঙ জেলার অধীন কালিখোলা এলাকায়।

প্রসঙ্গত, এর আগে ১৮ জুন টানেল নির্মাণের সময় নরেশ সোরেন ও সালখু মুর্মু নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। তবে ফের একই ঘটনা ঘটায় একবার বড়সড় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। রেলে বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ।

শ্রমিকেরা জানিয়েছেন, রবিবার রাতে কালিখোলায় সেতু নির্মাণের জন্য পিলার তৈরির জন্য মাটি কাটতে খাদে নামে ওই দুই শ্রমিক। এরপরই আচমকা উপর থেকে মাটি চাপা পড়ে যায়। বিষয়টি দেখা মাত্রই অন্যান্য শ্রমিকরা কোনওমতে ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর তাদের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পাওয়া মাত্র বিষয়টি খতিয়ে দেখতে রেল কর্তৃপক্ষ ও বরাত প্রাপ্ত ইরকন সংস্থার কর্ণধার ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়াও সমস্ত ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

প্রসঙ্গত, সিকিমকে রেলপথে জুড়তে সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় উত্তর-পূর্ব সীমান্ত রেল। ২০২০ সালে ওই রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। ওই রেলপথ নির্মাণের ৭০ শতাংশ ১৪ টি টানেলের ভেতরে। সম্প্রতি রেলের উচ্চপদস্থ আধিকারিক ও রেল প্রতিমন্ত্রী এই প্রকল্প পরিদর্শন করে জানিয়েছিলেন ২০২৩ সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। মোট ৪৪ কিলোমিটার রেল পথের মধ্যে ৪১ কিলোমিটার পশ্চিমবঙ্গ ও সাড়ে তিন কিলোমিটার সিকিমের অধীনে রয়েছে। তবে বারবার এই ধরনের দুর্ঘটনায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*