‘বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন’, মাস খানেক আগে রাজ্যসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সেই মন্তব্য ঘিরে ব্যাপক শোরগোল উঠেছিল জাতীয় রাজনীতিতে। তর্কবিতর্ক কম হয়নি। ঠিক এক মাস পর যখন সেই অমিত শাহ যখন দু’দিনের বঙ্গ সফরে এলেন, তখনই তাঁকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শপথগ্রহণের বর্ষপূর্তিতে সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অর্থ প্রদানের অনুষ্ঠানে তিনি বলেন, ”যদি কেউ বলেন বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবেন, আমার গায়ে লাগে।”
গত মাসে সংসদের অধিবেশন চলাকালীন রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেন, ‘‘বাংলায় যাবেন না। বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন।’’ তাঁর এহেন মন্তব্যের বিরুদ্ধে রাজ্যসভায় বিতর্কের ঝড় ওঠে। শাহের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদরা। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রতিক্রিয়া দেন, “হতাশা থেকেই এরকম কথা বলছেন অমিত শাহ। বাংলার মানুষের প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি উনি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কী হয়, তিনি ভুলে গিয়েছেন।”
তার জবাবে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বলেন, “যদি কেউ বলেন বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবেন, আমার গায়ে লাগে। এটা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়, বাংলা অন্যান্য রাজ্যের থেকে অনেক ভাল।” তাঁর আরও অভিযোগ, “উত্তরপ্রদেশে বিচার চাইতে গেলে পুলিশ নির্যাতিতার উপরই অত্যাচার চালায়। বাংলায় সেটা করার সাহস কারও হবে না। কেউ যদি এমন কাজ করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। সরকার রং না দেখে সবার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেয়।” এর আগে হাঁসখালি গণধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্কের অবকাশ তৈরি হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী তারও ব্যাখ্যা করেন। বলেন, “আমি একটু খুঁতখুঁতে লোক। সব দিক দেখেশুনে তবেই সিদ্ধান্ত নিতে হয়। তাই বিস্তারিত রিপোর্টের অপেক্ষা করি।”
Be the first to comment