আজ সকালে দু’দিনের বঙ্গ সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আগে থেকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ শীর্ষ নেতৃত্বরা ৷
কলকাতায় নেমেই বাংলায় টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ টুইটারে অমিত শাহ লেখেন, “দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছলাম । বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি ।” এ বারের শাহী সফরে রয়েছে ঠাসা কর্মসূচি। রাজ্যে পা রেখেই প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যান সুন্দরবনের হিঙ্গলগঞ্জে।
এই সফরে অমিত শাহের বুধবার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সফরসূচিতে পরিবর্তন হয় তাঁর। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম রাজ্যে এলেন অমিত শাহ। রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে পুরনো দলীয় কর্মী সমর্থকদের। বারাসত-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পুরনো বিজেপি কর্মী আর নতুন দায়িত্ব পাওয়া নেতৃত্বের মধ্যে চাপানউতর চলছে, এমনকী অনেককে দল ছাড়ার সিদ্ধান্ত নিতেও দেখা গিয়েছে ৷ এই দুদিনের সফরে রাজ্যের বিজেপি সংগঠনের হাল ধরতে অমিত শাহ কর্মীদের নানা পরামর্শ দেবেন বলে মনে করা হচ্ছে।
এ দিন সকালে বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছন সুন্দরবনের হিঙ্গলগঞ্জে। জলপথে চোরা চালান বন্ধ করতে হিঙ্গলগঞ্জে ইছামতী নদীর ওপর ৬টি ভাসমান সীমান্ত চৌকি বানিয়েছে বিএসএফ। সেই ভাসমান চৌকির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই অনুষ্ঠানে শাহের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও নিশীথ প্রামাণিক।
সফরসূচি অনুসারে এরপর হেলিকপ্টারে বনগাঁর হরিদাসপুরে পৌঁছন অমিত শাহ। দুপুরে বনগাঁর হরিদাসপুরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজন সেরে বনগাঁ পেট্রাপোল সীমান্তে হরিদাসপুর, কালিয়ানী যাওয়ার কথা তাঁর ৷ সেখানকার বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এরপর তিনি যাবেন শিলিগুড়িতে। বিকেলে শিলিগুড়িতে একটি রোড শো ও জনসভা করবেন তিনি। শিলিগুড়িতেই রাত্রিবাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার সকালে কোচবিহারের তিনবিঘার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানে বিএসএফের অনুষ্ঠানে থাকতে পারেন তিনি। সেই অনুষ্ঠান শেষে ফের কলকাতার রাজারহাটের একটি হোটেলে ফেরার কথা তাঁর। হোটেলেই দু’টি সাংগঠনিক বৈঠক করার কথা ৷ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি শুক্রবার দুপুর ২টো নাগাদ রাজ্যের সাংসদ ও বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাজ্য সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই সফর অনিবার্য কারণে বাতিল করা হয়। এরপর ৪ মে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু সেই সূচিও বদলে বৃহস্পতিবার দুদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Be the first to comment