আজ ভোরে খুলল উত্তরাখণ্ডের চামোলিতে বদ্রীনাথের দরজা

Spread the love

খুলল বদ্রীনাথের দরজা ৷ চারধাম তীর্থক্ষেত্রের অন্যতম উত্তরাখণ্ডের বদ্রীনাথ ৷ আজ ভোর ৬.১৫ মিনিট নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণ এবং প্রচলিত রীতি মেনে মন্দিরের কপাট উন্মুক্ত করে দেওয়া হয় ভক্তদের জন্য ৷ এর আগে অক্ষয় তৃতীয়ার দিন ৩ মে, গঙ্গোত্রী ও যমুনোত্রীর এবং ৬ মে কেদারনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ৷ বাকি ছিল বদ্রীনাথ ৷

গাড়ওয়ালের পার্বত্য অঞ্চলে চামোলি জেলায় অলকানন্দা নদীর ধারে অবস্থিত এই মন্দির ৷ এখানে বিষ্ণু দেবতার পুজো করা হয় ৷ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও হাজার হাজার ভক্ত এসে অপেক্ষা করছিলেন, কখন মন্দিরের দরজা খোলা হবে ৷ মন্দিরের প্রধান পুরোহিত ঈশ্বরী প্রসাদ নাম্বুদিরি আচার অনুষ্ঠান পালন করেন এবং দেবতার উদ্দেশ্যে বেদ পাঠ করেন ৷ পুরো মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে ৷

প্রতি বছর 6 মাসের জন্য এই চারধাম খোলা হয় ৷ সাধারণত এপ্রিলের শেষ থেকে নভেম্বরের প্রথম দিকে ভক্তরা এখানে এসে দেবতাদের দর্শন, পুজো করতে পারেন ৷ বার্ষিক চারধাম যাত্রা শুরু হয়েছে ৩ মে ৷ কোভিডের জন্য গত দু’বছর মন্দির খোলার সময় পিছিয়ে গিয়েছিল ৷ এবার কোনও রকম কোভিড বিধিনিষেধ থাকছে না ৷ এমনকি কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বা ভ্যাকসিনেশন সার্টিফিকেটও প্রয়োজন নেই ৷

এ মাসের শুরুতে সরকার জানিয়ে দিয়েছে বদ্রীনাথে প্রতিদিন ১৫ হাজার, কেদারনাথে ১২ হাজার, গঙ্গোত্রীতে ৭ হাজার এবং যমুনোত্রীতে ৮ হাজার তীর্থযাত্রীকে ঢুকতে দেওয়া হবে ৷ ৪৫ দিন ধরে এই ব্যবস্থা কার্যকর থাকবে ৷ লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর চারধাম দর্শনে আসেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*