গণবিক্ষোভে জ্বলছে শ্রীলঙ্কা ; ভয়াবহ পরিস্থিতি

Spread the love

সোমবার থেকে নতুন করে গণবিক্ষোভ শুরু হয়েছে শ্রীলঙ্কায়। আর ইতিমধ্যেই সেই হিংসায় প্রাণ গিয়েছে অন্তত আট জনের। 

স্থানীয় সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, বিক্ষোভ এবং সংঘর্ষে দ্বীপরাষ্ট্রটিতে অন্তত ২৫০ জন আহত হয়েছেন। মৃত্যু হয়েছে দেশের একজন এমপি বা আইনসভার সদস্যেরও।  

সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। বিক্ষোভের শুরু তারপরই। মাহিন্দার সমর্থকেরা অস্ত্র নিয়ে বিক্ষোভ দেখাতে পথে নামেন। শুরু হয় সংঘর্ষ। মাহিন্দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তারপরেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় রাজাপক্ষের পূর্বপুরুষের বাড়ি এবং দেশের আরও বেশ কয়েকজন রাজনীতিবিদের বাড়িতে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*