শিবমন্দিরের উদ্বোধন উপলক্ষে কলসযাত্রায় তৃণমূল বিধায়কের সঙ্গে অর্জুন সিং, জল্পনা তুঙ্গে

Spread the love

ধর্মীয় মিছিলে একসঙ্গে হাঁটতে দেখা গেলো ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে। বুধবার কাঁকিনাড়ার এই দৃশ্য ঘিরে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। যদিও অর্জুন এবং সোমনাথ দু’জনেরই দাবি, এই যোগাযোগ নেহাতই ঘটনাচক্রে।

উল্লেখ্য, কাঁকিনাড়ায় ‘শ্রী শ্রী ফক্কড়নাথ শিব মন্দির’-এর উদ্বোধন হতে চলেছে। তার আগে বুধবার কলসযাত্রার আয়োজন করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফে। সেই কলসযাত্রাতেই একসঙ্গে হাঁটতে দেখা যায় বিজেপির অর্জুন এবং তৃণমূলের সোমনাথকে। আবার ওই একই উপলক্ষকে সামনে রেখে সোমনাথের সঙ্গে গঙ্গার ঘাটে পুজো করতে দেখা যায় ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহকেও।

তৃণমূল বিধায়কের ‘কাছাকাছি’ আসা নিয়ে অর্জুনের বক্তব্য, ‘‘এটা ধর্মীয় অনুষ্ঠান। এখানে প্রথম থেকে আমরা জড়িয়ে আছি। এখানে কে আসবেন তা নিয়ে আমার চিন্তা নেই। মহাযজ্ঞে সকলেই শামিল হন। রাম যখন সেতু তৈরি করছিলেন তখন কাঠবিড়ালিও সাহায্য করেছিল। তাই প্রত্যেকেই ধর্মীয় মঞ্চে আসতে পারেন। এখানে কাউকে আটকানো যায় না। আর এখানে প্রত্যেকের আসাও উচিত। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।’’

একই সুর সোমনাথের গলাতেও। তাঁর দাবি, ‘‘আমার পাশে কে ছিলেন তা জানি না। মন্দির কর্তৃপক্ষ আমাকে আহ্বান জানিয়েছিলেন কলস নিয়ে যাওয়ার জন্য। আমি তাই করেছি। তবে আমি ডাইনে বা বামে তাকাইনি। একই জায়গায় কেউ আসতেই পারেন। তবে তার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এখানে অনেকে ছিলেন। আমি সকলকে চিনিও না।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*