‘বিভাজনের চেষ্টা করছেন রাজ্যপাল’, বাবুলের শপথগ্রহণের মঞ্চ থেকে অভিযোগ উপাধ্যক্ষের

Spread the love

বাবুলের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে বিস্ফোরক বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। সরাসরি রাজ্যপালের বিরুদ্ধেই বিভাজন সৃষ্টির অভিযোগ করলেন তিনি ৷ তাঁর অভিযোগ, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তবে, তাঁদের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না বলেও স্পষ্ট করে দেন আশিস বন্দ্যোপাধ্যায় ৷

এ দিন বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিধায়ক পদে বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করান উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় ৷ শপথ অনুষ্ঠানের পর তিনি রাজ্যপালকে নিশানা করে বলেন, রাজভবন থেকে যতই চেষ্টা করুক, আমরা একই আছি ৷ নাম না করলেও রাজভবনের কথা উল্লেখ করেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ শানালেন বিধানসভার ডেপুটি স্পিকার ৷ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করলেও, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুরোধকে তিনি ফেলতে পারেননি ৷

ক্ষোভপ্রকাশ করে বলেন, যেভাবে রাজভবন থেকে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে ৷ তা কোনওভাবেই মেনে নিতে পারছেন না আশিসবাবু ৷ তবে, যেহেতু বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ সম্পন্ন না হলে বিধায়ক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারছিলেন না ৷ সেই কারণেই অধ্যক্ষের অনুরোধে নিজের দায়িত্ব পালন করলেন তিনি ৷

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে কম জল ঘোলা হয়নি ৷ এই শপথগ্রহণের ফাইলে রাজ্যপালের সই করা নিয়ে, রাজভবন এবং বিধানসভার সংঘাত প্রকাশ্যে চলে এসেছিল ৷ গত ১৬ এপ্রিল ভোটের ফল ঘোষণা হলেও রাজ্যপাল অধ্যক্ষকে এড়িয়ে শপথগ্রহণ অনুষ্ঠান করতে চাওয়ায় সম্পূর্ণ প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হচ্ছিল ৷ এক্ষেত্রে আগেও উপাধ্যক্ষ অধ্যক্ষকে এড়িয়ে বাবুল সুপ্রিয়র শপথ পাঠ করাতে চাননি ৷ তিনি সেই সময় বলেছিলেন এমনটা করলে অধ্যক্ষকে অপমান করা হবে ৷ আর আজ যখন অধ্যক্ষকে ছাড়াই বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাচ্ছেন, সেক্ষেত্রে অধ্যক্ষ পদের অবমাননা ও রাজভবনের বিরুদ্ধে বিভাজন-নীতির অভিযোগে সরব হলেন এই শিক্ষক রাজনীতিক ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*