অর্জুনের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের ছেলেকে গ্রেপ্তার করলো NIA

Spread the love

বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছিল প্রচুর বোমা। এমনকী, মার্চ মাসে এক সপ্তাহের মধ্যে দু’বার বোমাবাজিও হয়েছিল বিজেপি সাংসদের বাড়ির সামনে। এই ঘটনায় এবার ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলরের ছেলেকে গ্রেপ্তার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ। সূত্রের খবর, আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাঁকে।

মার্চ মাসে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। উদ্ধার হয় তাজা বোমাও। এমনকী, আগ্নেয়াস্ত্রও মেলে। লাগাতার বোমাবাজির এই ঘটনায় তদন্ত শুরু করে এনআইএ। কিন্তু তদন্তের গতি শ্লথ হতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ সাংসদ। এর পরই নড়েচড়ে বসে এনআইএ আধিকারিকরা। তদন্তের গতি বৃদ্ধি করে।

সেই তদন্তের সূত্রে ধরে ভাটপাড়ার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের বাড়িতে হানা দেয় এনআইএ-র টিম। তাঁর বাড়িতে তল্লাশি চালায় আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের জন্য সুনীতা সিংয়ের ছেলে নমিত সিংকে আটকও করা হয়। বোমাবাজির ঘটনায় তাঁকে জেরা করা হচ্ছিল বলে সূত্রের খবর। পরে তাকে গ্রেপ্তার করে NIA। গ্রেপ্তারি  প্রসঙ্গে সুনীতা সিং বা তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বোমা, গুলি, অশান্তি লেগেই থাকে ভাটপাড়ায়। একুশের বিধানসভা ভোটের সময়কাল থেকে ফের শিরোনামে অর্জুন সিংয়ের গড়। অভিযোগ, বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা ছোঁড়া হয়। সেভাবে কোনও ক্ষতি না হলেও, বাড়ির দেওয়ালে হামলার চিহ্ন ছিল স্পষ্ট। ঘটনার জেরে মাঝরাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশেপাশের এলাকায়। সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন, শুধু তাঁর বাড়িই নয়, দুষ্কৃতীদের নিশানায় ছিলেন তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেন বারাকপুরের বিজেপি সাংসদ। যদিও সে অভিযোগ খারিজ করেছে শাসকদল। যদিও অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনার তদন্তে শুরু করেছে এনআইএ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*