শিশির অধিকারীর সাংসদ কার্যালয়ে দিলীপ ঘোষ ৷ শুক্রবার সকালে কাঁথি মহকুমা আদালতে পুরনো একটি মামলার সাক্ষ্য দিতে এসে কাঁথির তৃণমূল সাংসদের কার্যালয়ে পূর্ব মেদিনীপুরের বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকও সারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ শিশির অধিকারীর কার্যালয়ে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকের জন্যা মহকুমা আদালত থেকে পায়ে হেঁটেই সেখানে পৌঁছন দিলীপ ঘোষ ৷ কিন্তু কাঁথির তৃণমূল সাংসদের খুল্লামখুল্লা এই ইঙ্গিত কী বার্তা বয়ে আনে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিকমহল ৷
সম্প্রতি রাজ্য সরকারের উলটো সুর চড়িয়ে শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া এলাকা উন্নয়নের টাকা রাজ্যের তরফে খরচ করা হচ্ছে না পূর্ব মেদিনীপুরে ৷ উল্লেখ্য, ২০২০ শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের যে দূরত্ব, সাম্প্রতিক সময়ের ঘটনাবলী তারই ফলশ্রুতি। ইতিমধ্যেই শিশির অধিকারীর সাংসদ পদ বাতিলের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে দাবি জানিয়েছে তৃণমূল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷
শুক্রবারের ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সুরই তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা যুব সভাপতি এবং পৌরসভার উপ-পৌরপ্রধান সুপ্রকাশ গিরির গলায়। তিনি বলেন, “আমরা শুরু থেকেই বলে এসেছি শিশির অধিকারী তৃণমূলের প্রতীকে জিতলেও তিনি বিজেপি সাংসদ হিসেবে কাজ করছেন। এর জন্য আমরা লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।
Be the first to comment