দিল্লির আতঙ্ক কাটার আগেই অমৃতসরের গুরুনানক হাসপাতালে ভয়াবহ আগুন

Spread the love

অমৃতসরের গুরুনানক হাসপাতালে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে চারিদিক। দাউ দাউ করে জ্বলছে হাসপাতালের বিল্ডিং। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। হাসপাতালের ভেতরের পরিস্থিতি এখনও জানা সম্ভব হয়নি। তবে হাসপাতালের রোগীদের অনেকেই আটকে পড়েছেন হাসপাতালে বলে জানা গিয়েছে।

দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনার ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অমৃতসরের গুরু নানক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। কীভাবে আগুন লাগল? তা এখনও স্পষ্ট জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।

প্রত্যক্ষদর্শীদের কথায়, এতটাই ভয়াবহ আগুন লাগে যে চারিপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। জানা গিয়েছে, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় উঠে আসছে আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের ভয়াবহ সেই স্মৃতি।

জানা গিয়েছে, অমৃতসরের এই হাসপাতালে একাধিক রোগী ভর্তি ছিল। তবে কতজন ভেতরে আটক রয়েছে সেই বিষয়ে এখনও কোনও তথ্য হাতে আসেনি। অনেককেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সামনে আসেনি।

এই অগ্নিকাণ্ডের ঘটনার পর হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতালে কী উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, দিল্লিতে গতকাল মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে বহুতলে আগুন লাগে। জানা গিয়েছে এই ঘটনায় এখনও ২৫ জনের দেহ শনাক্ত করা যায়নি। এক সরকারি আধিকারিকের কথায়, সকালেও অনেকজনের দেহাবশেষ পাওয়া গিয়েছে। তবে তাঁরা কতজন সেই প্রসঙ্গে এখনও কোনও ধারনা পাওয়া যাচ্ছে না। মৃতের সংখ্যা ৩০ পর্যন্ত হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*