দেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজ শুরু রাজীব কুমারের

Spread the love

দেশের প্রধান নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার ৷ রবিবার দিল্লির নির্বাচন সদনে ২৫তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কার্যভার গ্রহণ করলেন তিনি ৷ শনিবার ১৪ মে পর্যন্ত এই পদে ছিলেন সুশীল চন্দ্রা ৷ তবে বৃহস্পতিবারই রাজীব এই পদে আসীন হন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ১২ মে প্রকাশিত গেজেট নোটিফিকেশন অনুসারে আইনমন্ত্রকের সম্মতিতে রাজীব কুমার আজ থেকে দেশের প্রধান নির্বাচন কমিশনার হলেন ৷

এর আগে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, “রাষ্ট্রপতি শ্রী রাজীব কুমারকে সর্বোচ্চ নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করে আনন্দিত বোধ করছেন ৷ আগামী ১৫ মে, ২০২২ শ্রী রাজীব কুমার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাঁর দায়িত্বভার নেবেন ৷ ১৪ মে, ২০২২ সুশীল চন্দ্রা তাঁর প্রধান নির্বাচন কমিশনারের পদ ও অফিস ছেড়ে দিচ্ছেন ৷”

আজও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ সেখানে জানানো হয়েছে, দেশের আইন মন্ত্রকের সম্মতিতে ভারতের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে আজ, ১৫ মে থেকে দায়িত্ব নিচ্ছেন রাজীব কুমার ৷ তিনি ২৫তম প্রধান নির্বাচন কমিশনার ৷

১ সেপ্টেম্বর, ২০২০ থেকে তিনি ভারতের নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার হিসেবে কর্মরত ছিলেন ৷ তাঁর সময়কালে ২০২০-তে বিহারে বিধানসভা নির্বাচন হয় ৷ ২০২১-এর মার্চ-এপ্রিলে কোভিড পরিস্থিতিতে অসম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে ৷ ২০২২-এ প্রথম দিকে গোয়া, মণিপুর, পঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশে নির্বাচন হয়েছে ৷ তিনি দক্ষতার সঙ্গে এই সব নির্বাচন সম্পন্ন করেছেন, জানানো হয়েছে গেজেট নোটিফিকেশনে ৷

দেশের প্রধান নির্বাচন কমিশনার হয়ে রাজীব বলেন, “নির্বাচন কমিশন সময় অনুযায়ী পরীক্ষামূলক এবং গণতান্ত্রিক পদ্ধতি মেনে কাজ করবে ৷ নির্বাচন কমিশন কোনও কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা বোধ করবে না ৷”

১৯৬০ সালে জন্মগ্রহণ করেন রাজীব কুমার ৷ ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ ৷ তিনি রাষ্ট্রপতি নির্বাচন এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন ৷ এছাড়া বহুচর্চিত ২০২৪-এর লোকসভা নির্বাচন এবং একাধিক বিধানসভা নির্বাচনের দায়িত্বও তাঁর ঘাড়ে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*