আনিস খান মৃ্ত্যু মামলার শুনানি চলাকালীন বড় মন্তব্য অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। এই মামলায় সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই বিরক্ত অ্যাডভোকেট জেনারেল মন্তব্য করে বসেন সিভিক ভলান্টিয়ার পদ রাজ্য থেকে তুলে দেওয়া হোক। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোলে AG বলেন, সিভিক পদ তুলে দেওয়ার সুপারিশ করছি না। তবে এটি আমার ব্যক্তিগত মত।
ছাত্র নেতা আনিস খানের মৃত্যুতে এক সিভিক ভলান্টিয়ারের নামও জড়িয়ে রয়েছে। ঘটনার দিন তিনিও ছিলেন দায়িত্বে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতারও করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ারের নেতৃত্বেই সেদিন আনিসের বাড়িতে অভিযান চলে। এদিন শুনানি চলাকালীন ওই সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পড়তেই মেজাজ হারান অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য করেন, ”চুক্তিভিত্তিক হওয়ায় সিভিক ভলেন্টিয়ারদের কি কোনও দায়িত্ব নেই।”
সিভিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন শুধু আনিস কেসেই নয় এর আগেও অনেক মামলায় উঠেছে। অনেক ক্ষেত্রেই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে শৃঙ্খলা ভেঙে নিয়ম বহির্ভূত কাজ করার অভিযোগ উঠেছে।
অন্যদিকে, সিটের তদন্তের রিপোর্ট অনুযায়ী আমতার ছাত্রনেতা আত্মহত্যা করেননি, বরং তিনি দুর্ঘটনাজনিত হত্যার শিকার হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানালেন সরকার পক্ষের আইনজীবী। অর্থাৎ পড়ে গিয়েই মৃত্যু হয়েছে আনিস খানের। আদালতে বক্তব্য পেশ রাজ্যের। অর্থাৎ ঘুরপথে পুলিশের গাফিলতিও মেনে নেওয়া হল সরকারের তরফে। পুলিশের ভূমিকায় রাজ্য যে সন্তুষ্ট নয়, সেটাও স্পষ্ট হয়েছে সরকার পক্ষের আইনজীবীর বক্তব্যে।
Be the first to comment