চার দিনের সফরে কেশিয়ারিতে আসছেন RSS প্রধান মোহন ভাগবত। তাঁকে মিষ্টি, ফল পাঠাবেন। মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকে কেশিয়ারির IC-কে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। RSS প্রধানের আতিথেয়তায় যাতে কোনও খামতি না হয়, সে ব্যাপারে বিশেষ নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমাদের এখানে কেউ এলে আমরা আতিথেয়তায় খামতি রাখি না।
পাশাপাশি সাম্প্রদায়িকতা নিয়ে RSS প্রধানকে খোঁচা দিতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। যাতে কোনও গণ্ডগোল না বাধে, সে ব্যাপারে পুলিশ আধিকারিক থেকে বিধায়ককে বিশেষ খেয়াল রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিন প্রশাসনিক বৈঠকে কেশিয়ারি থানার IC-র সঙ্গে কথা বলার সময়ই RSS প্রধান মোহন ভাগবতের কথা তোলেন খোদ মুখ্যমন্ত্রী। কিছুটা শ্লেষের সুরে IC-কে তিনি বলেন, কী ব্যাপার, আপনাদের এখানে নাকি RSS-এর চিফ আসছেন! দেখে নেবেন, প্রশাসনের তরফে ওনাকে মিষ্টি, ফল পাঠাবেন। যাতে বুঝতে পারেন যে, আমরা সবাইকে স্বাগত জানাই। ভাল করে নিরাপত্তার ব্যবস্থা করবেন।
রাজ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের নিরাপত্তা নেই বলে বারবার অভিযোগ তুলেছে BJP। এমনকি দিল্লির নেতারা বাংলায় এলে রাজ্য সরকারের তরফে যথেষ্ট সহযোগিতা মেলে না বলেও BJP-র অভিযোগ রয়েছে। বিরোধীদের সেই অভিযোগের জবাব দিতেই এদিন মুখ্যমন্ত্রী কেশিয়ারি IC-কে RSS প্রধান মোহন ভাগবতকে বিশেষ আপ্যায়ণ করা এবং নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিলেন বলে দাবি রাজনৈতিক মহলের। মোহন ভাগবতকে বিশেষভাবে স্বাগত জানানোর পাশাপাশি সচেতন থাকারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
RSS ও মোহন ভাগবত মূলত হিন্দুত্বের প্রতীক। তাই সেই ইস্যু নিয়ে যাতে কোনও দ্বন্দ্ব না বাধে, সে ব্যাপারে বিশেষ সতর্ক মুখ্যমন্ত্রী। তাই মোহন ভাগবতকে স্বাগত জানানোর পাশাপাশি IC-র প্রতি মমতার বার্তা, “বেশি বাড়াবাড়ি করতে যেও না। দেখো, যাতে দাঙ্গা না বাধায়।” মুখ্যমন্ত্রী যে এদিন ফের RSS প্রধানের বিরুদ্ধে পরোক্ষে সাম্প্রদায়িকতার অভিযোগ তুললেন তা তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট। IC-র পাশাপাশি কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মুকেও গোটা বিষয়টির উপর নজর রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, এদিন বিকালেই চার দিনের সফরে রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। কলকাতায় নেমে সরাসরি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে আসার কথা রয়েছে মোহন ভাগবতের। চারদিন টানা কেশিয়ারিতে থাকার কথা রয়েছে তাঁর। যদিও চারদিন ধরে তাঁর কী কর্মসূচি রয়েছে, তা এখনও জানা যায়নি। তবে মোহন ভাগবতের আসার খবর যে মুখ্যমন্ত্রীর কাছেও রয়েছে এবং তিনি বিষয়টি নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল তা কেশিয়ারির IC-কে করা তাঁর মন্তব্য থেকেই স্পষ্ট।
Be the first to comment