দুর্নীতিতে যুক্ত সমস্ত আধিকারিকের কলার ধরে টেনে আনার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Spread the love

গ্রুপ ডি-র মত স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগেও ব্যাপক কেলেঙ্কারি ৷ প্রায় ৫ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সিবিআই’য়ের অনুমান ৷ দুর্নীতিতে যুক্ত সমস্ত আধিকারিককে তাই কলার ধরে টেনে আনার জন্য সিবিআই-কে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ পাশাপাশি দুর্নীতিতে যুক্ত সমস্ত আধিকারিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এই প্রসঙ্গে সুকান্ত ভট্টাচার্যের লেখা “এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি” লাইনটিরও অবতারণা করেন তিনি ৷

এসএসসি গ্রুপ সি নিয়োগের মামলায় আজই কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত শুরু করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ সিবিআই-কে তাঁর নির্দেশ, তদন্ত প্রক্রিয়ায় যাকে মনে হবে তাকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে তারা ৷ নির্দেশ মোতাবেক প্রয়োজনে চাকরি পাওয়া 600 জনকেও ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআইকে ৷ একইসঙ্গে নিয়োগ হওয়া সকলের বেতন বন্ধ রেখে টাকার লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

বেআইনি নিয়োগে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্রোপাধ্যায়-সহ সকলকে এদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে শান্তি প্রসাদ সিনহা-সহ তৎকালীন উপদেষ্টা কমিটির সমস্ত সদস্যকে আগামী ২০ মে-র মধ্যে সম্পত্তির হিসেব হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে । একইসঙ্গে মামলার রায়দানের সময় পর্যবেক্ষণে বিচারপতি গঙ্গোপাধ্যায় উল্লেখ করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে অবিলম্বে তাঁর পদ থেকে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল যেন সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*