শিক্ষায় নিয়োগ বিতর্কের মধ্যেই এসএসসির চেয়ারম্যান পদে ইস্তফা সিদ্ধার্থ মজুমদারের

Spread the love

নিয়োগ দুর্নীতি নিয়ে চূড়ান্ত ডামাডোলের মধ্যেই আচমকা পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার৷ নতুন চেয়ারম্যান হচ্ছেন আইএএস অফিসার শুভ্র চক্রবর্তী ৷ তিনি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের অধিকর্তা পদে কর্মরত৷ এই প্রথম স্কুল সার্ভিস কমিশনের পদে বসলেন কোনও আইএএস অফিসার৷

সরকারি সূত্রের খবর, বুধবার বিকেল থেকেই জল্পনা চলছিল স্কুল সার্ভিস কমিশনে রদবদলের ব্যাপারে৷ চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হবে এবং কয়েকজন আধিকারিককেও বদলি করা হবে বলে খবর ভাসছিল৷ তার মধ্যেই ইস্তফা দিয়ে বসেন সিদ্ধার্থ মজুমদার৷ তিনি এর আগে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন৷

২০১১ সালে পালাবদলের পর শিক্ষামন্ত্রী হন ব্রাত্য বসু৷ তিনি দফতরের মন্ত্রী হয়েই কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান করেন তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সিদ্ধার্থকে৷ পরে অবশ্য তিনি চেয়ারম্যান পদ ছেড়ে অধ্যাপনার কাজে ফিরে যান৷ এই দফায় তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর ব্রাত্যকেই শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়৷

গত জানুয়ারি মাসে সিদ্ধার্থকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন ব্রাত্য৷ তার আগে থেকেই অবশ্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে অনিয়মের বিস্তর অভিযোগ ওঠে৷ গত কয়েকবছরে ঘনঘন কমিশনের চেয়ারম্যান পদে রদবদল করা হয়েছে৷নবান্নের অন্দরের খবর, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কমিশনের আইনজীবীর সঙ্গে ভার্চুয়ালি কথা হয় সিদ্ধার্থের৷

মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি নিয়ে যে মামলা চলছে, সেই প্রসঙ্গেই সিদ্ধার্থের কাছে জানতে চাওয়া হয় ইন্টারভিউয়ে মন্ত্রিকন্যা কত নম্বর পেয়েছেন৷ যে যোগ্য প্রার্থীকে টপকে মন্ত্রীর মেয়েকে স্কুলে চাকরি দেওয়া হয়েছে, তিনি কত পেয়েছেন, জানতে চাওয়া হয় তাও৷ চেয়ারম্যান সব তথ্যই আদালতকে জানিয়ে দেন৷  মনে করা হচ্ছে, এতেই ক্ষুব্ধ হয়েছে নবান্ন৷ সেই কারণেই চেয়ারম্যানকে সরানোর সিদ্ধান্ত হয়৷ অবশ্য তার আগেই সিদ্ধার্থ ইস্তফা দিয়ে দেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*