প্রাক্তন ক্রিকেটার-কংগ্রেস নেতা সিধুর এক বছরের জন্য জেল

Spread the love

কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর এক বছরের জেল। তিন দশকের পুরনো মামলা। এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ সুপ্রিম কোর্ট। শেষ পর্যন্ত জেলেই যেতে হচ্ছে প্রাক্তন ক্রিকেটর তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে। ১৯৮৮ সালে অনিচ্ছাক্রিত এক খুনের মামলায় প্রাক্তন আই ক্রিকেটরকে স্রশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

১৯৮৮  সালের ২৭ ডিসেম্বর, পাতিয়ালায় গুরনাম সিংকে ঘুষি মারে সিধু। তারপরই মারা যান গুরনাম। সেই মামলার এক বছর পর নির্দেশ দিল আলাদত। ৩০ বছর আগে এই ঘটনা বেশ কিছু ঘাতে বয়েছে। ৩২৩ (অনিচ্ছাকৃত আঘাত করা), ৩০৪ (অনিচ্ছাকৃত খুন) ইত্যাদি ধারায় মামলা হয় সিধুর বিরুদ্ধে। কিন্তু ১৯৯৯ সালে উপযুক্ত সাক্ষ প্রমাণের অভাবে সিধুকে বেকসুর খালাস দেয় পাতিয়ালা দায়েরা আদালত।রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হরিয়ানা আদালতে মামলা হয়। হরিয়ানা আদালত সিধুকে ৩ বছরের নির্দেশ দেয় সেই মামলায়।

পঞ্জাব সরকার এবং মৃতের পরিবার একসঙ্গে সুপ্রিম কোর্টে আপিল করেন। ২০১৮ সালে সিধুকে দোষী সাব্যস্থ করে অনিচ্ছাকৃত খুনের জন্য কারাদণ্ড মুকুব করে দেয় আদালত। হাজার টাকা জরিমান দিয়েই সে যাত্রায় রেহাই পেয়েছিলেন সিধু। ফের সুপ্রিম কোর্টে আপিল করে মৃতের পরিবার। বৃহস্পতিবার তাতেই আদালত সিধুকে ১ বছরের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*