ব্যবসা তুলে দেওয়ার জন্যই ব্যারাকপুরে D. Bapi-র বিরিয়ানির দোকানে গুলি চলেছে। বিরিয়ানির দোকানে গুলি চালনায় এক যুবকের গ্রেফতারি প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন D. Bapi বিরিয়ানি দোকানের মালকিন তথা বাপি দাসের স্ত্রী ডলি দাস। ‘এই সময় ডিজিটাল’-কে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “আমার দোকান বন্ধ করার জন্য, ব্যবসা তুলে দেওয়ার জন্যই দোকানে গুলি চালানো হয়েছে।” ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ডলি দাস আরও বলেন, “বাপিকে তাক করেই গুলি চালানো হয়েছে। এলোপাতাড়িভাবে পরপর ৮টি গুলি চালানো হয়েছে। যেভাবে পরপর গুলি চালানো হয়, ভেবেছিল, বাপির গুলি লাগবে। ৭-৮টা লাশ পড়ে যাবে, আমার দোকান বন্ধ হয়ে যাবে। ভগবানের অশেষ দয়া যে, একটিও লাশ পড়েনি।”
D. Bapi-র বিরিয়ানির দোকানে গুলি চালনার ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে। অভিষেক ঝা নামে ওই যুবককে বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতেও নিয়েছে পুলিশ। তবে সেদিনের গুলি চালনার সময় এই যুবক ছিল কিনা ধৃতের তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না D. Bapi বিরিয়ানির দোকান কর্তৃপক্ষ। ডলি দাসের কথায়, “যে ধরা পড়েছে, তার ছবি-ই তো পুলিশ দেখাচ্ছে না। শুনেছি সিপারে কাজ করে। তবে এই ঘটনার পিছনে অনেক বড় মাথা রয়েছে। যে ধরা পড়েছে, তাকে তো কেবল টাকা দিয়ে লাগানো হয়েছে।” ব্যবসায়িক শত্রুতার কারণেই সেদিন দোকানে গুলি চালানো হয়েছিল, রাজনীতির কোনও যোগ নেই বলেও দাবি জানিয়েছেন তিনি। যদিও কারওর সঙ্গে তাঁদের শত্রুতা নেই, তাঁদের ব্যবসা ভাল চলছে বলেই কেউ পিছন থেকে শত্রুতা করেছে বলেও অভিযোগ তোলেন ডলি দাস। তবে পুলিশের উপর ভরসা জানিয়ে তিনি বলেন, “পুলিশ যেভাবে তদন্ত চালাচ্ছে, তাতে শীঘ্রই মূল অভিযুক্তরা ধরা পড়বে।”
পুলিশ সূত্রে খবর, D. Bapi বিরিয়ানির দোকানে গুলি চালনার ঘটনায় বুধবার রাতেই অভিষেক ঝা নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার সকালেই ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। পুলিশের সেই আবেদন মেনে অভিষেক ঝা-কে ১২ দিনের পুলিশ হেফাজত দেয় ব্যারাকপুর মহকুমা আদালত। এবার ধৃতকে জেরা করেই D. Bapi-র বিরিয়ানির দোকানে গুলি চালনার ঘটনার প্রকৃত কারণ উঠে আসবে বলে আশাবাদী পুলিশ। কী কারণে D. Bapi-র বিরিয়ানির দোকানে গুলি চালানো হল, এর পিছনে কার হাত রয়েছে, কে D. Bapi-র মোবাইলে হুমকি মেসেজ দিয়েছিল, পুরোনো শত্রুতা নাকি ব্যবসায়িক গণ্ডগোল- সেই সমস্ত প্রশ্নের জবাব এবার ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যাবে এবং এই গুলিকাণ্ডে অভিযুক্তদের নাগাল পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে ব্যারাকপুর ওয়ালস মোড়ে জনপ্রিয় D. Bapi-র বিরিয়ানির দোকানে এলোপাতাড়ি গুলি চালায় ৩ দুষ্কৃতী। মোট ৮ রাউণ্ড গুলি চলে। ঘটনায় দোকানের এক ক্রেতা ও এক কর্মী গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁদের ব্যারাকপুর B.N বোস হাসপাতালে ভর্তি করা হলে তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন। তবে গোটা ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
Be the first to comment