অবশেষে নিজাম প্যালেসে মন্ত্রী পরেশ অধিকারী

Spread the love

দেড় দিনের লুকোচুরি শেষে অবশেষে কলকাতায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। বুধবারের বদলে অবশেষে বৃহস্পতিবার সন্ধেয় দেখা মিলল মন্ত্রীবাবুর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এয়ারপোর্টে নামতেই বিধাননগর কমিশনারেটের পুলিশের বিশাল বাহিনী ও কনভয় তাঁকে এসকর্ট করে নিজাম প্যালেসে পৌঁছে দেন। উল্লেখ্য, মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকেও হাজিরার নির্দেশ দেওয়া হলেও এদিন দেখা মেলেনি তাঁর। অর্থাৎ বাবার প্রত্যাবর্তনে সঙ্গী হননি অঙ্কিতা। সেক্ষেত্রে কী পদক্ষেপ করে কলকাতা হাইকোর্ট এখন সেটাই দেখার।

SSC-তে একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ মামলা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে CBI দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, সেই নির্দেশ মেনে এখনও হাজিরা দেননি রাজ্যের প্রতিমন্ত্রী। এরপরই এসএসসি দুর্নীতি মামলায় মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার যে মামলা রুজু হয়েছিল তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার CBI-এর মুখোমুখি হতে হবে পরেশ অধিকারীকে। যদি তিনি এই নির্দেশ অমান্য করেন সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আদালতের নির্দেশ মতো মন্ত্রী হাজির হলেও দেখা মেলেনি তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীর।

অভিযোগ, ২০১৮ সালে তিনি নিজের মেয়ে অঙ্কিতাকে বেআইনিভাবে স্কুলের চাকরি পাইয়ে দিয়েছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে মেধাতালিকায় নাম না থেকেও কোচবিহারের স্কুলে চাকরি পেয়েছেন অঙ্কিতা অধিকারী ওঠে এই অভিযোগ। SSC-র পুরনো তালিকায় একনম্বরে নাম থাকা ববিতা বর্মনের অভিযোগ, তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৭৭। অঙ্কিতা তাঁর থেকে কম নম্বর পেয়েছিল। তাঁর প্রাপ্ত নম্বর ছিল কিন্তু, তা সত্ত্বেও ইন্দিরা গার্লস হাইস্কুলে চাকরি পেয়ে যায় এই মন্ত্রীকন্যা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*