এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টের

Spread the love

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিতে পারবে সিবিআই। শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার এবং আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ মামলা ওঠে। পার্থর হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শুনানিতে কল্যাণ বলেন, আদালত কখনও হেফাজতে নেওয়ার কথা বলতে পারে না। কাকে কীভাবে কোন হেফাজতে নেওয়া হবে, তা বলার এক্তিয়ার আদালতের নেই। আদালত শুধু তদন্তের নির্দেশ দিতে পারে। পার্থর আইনজীবী ডিভিশন বেঞ্চে বলেন, আপনাদের নির্দেশের পর একক বেঞ্চ একদিনও অপেক্ষা করেনি। ২ ঘণ্টার মধ্যে শুনানি করে নির্দেশ দিয়ে দিয়েছে। হাইকোর্টই তো তদন্ত করে নির্দেশ দিয়ে দিচ্ছে, কার জেল হবে।

আইনজীবীর অভিযোগ, একক বেঞ্চ বাগ কমিটির রিপোর্ট দেখেইনি। তার আগে কী করে হেফাজতের কথা বলে বেঞ্চ? তিনি বলেন, আমার মক্কেল সবরকমের সহযোগিতা করতে রাজি। একক বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ সম্পর্কে যে মন্তব্য করেছে, তা প্রত্যাহার করা উচিত। কোনও বক্তব্য না শুনে একজন মন্ত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*