এসএসসি দুর্নীতি মামালায় বড় রায় কলকাতা হাইকোর্টের। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে এসএসসির শিক্ষিকা হিসেবে গণ্য করা হবে না। তাঁকে বরখাস্ত করতে হবে। পরবর্তী নির্দেশ পর্যন্ত অঙ্কিতা-সহ আর যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদের কাউকেই স্কুলে ঢুকতে দেওয়া হবে না।ফেরত দিতে হবে সব বেতন।দুটো কিস্তিতে মেটাতে হবে টাকা। ৭ জুন এর মধ্যে প্রথম কিস্তির টাকা দিতে হবে।৭ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা শোধ করতে হবে।৪১ মাস চাকরির সমস্ত টাকা ফেরত দিতে হবে। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মামলার পরবর্তী শুনানি ১০ জুন দুপুর ২ টো।
আদালতের নির্দেশের পরেও এসএসসি মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিল না কেন, সেই প্রশ্ন তোলে হাইকোর্ট।
আদালত জানতে চায় অঙ্কিতা অধিকারীরকে নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ? সে কি এখনও চাকরিতে আছে ? স্কুলে কাজ করছে ? আদালত জানতে চায়, পরেশ অধিকারী গতকাল সিবিআই দফতরে গিয়েছিলেন কি না?
পরেশের আইনজীবী জানান, নির্দেশ মতো তদন্তে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করেছেন পরেশ অধিকারী। গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। আজ তাই আবার ডাকা হয়েছে। সে সেখানেই আছে।
এদিন মন্ত্রীর মেয়ে অঙ্কিতা কোথায় রয়েছে ? তা জানতে চায় আদালত। তাকে আদালতে হাজির হতে বললে সে আসতে পারবে কি না জানতে চাইল আদালত।এরপরই অঙ্কিতার আইনজীবী জানান, সে কোচবিহারে আছে। ডাকা মাত্রই আসা সম্ভব নয়।
এদিন আদালতে সিবিআই রিপোর্ট দিয়ে জানায়, আদালতের নির্দেশ মতো দোতলায় এবং তিনতলায় দুটো রুম সিল করা হয়েছে। সিল করা হয়েছে দুটো আলমারিও।
Be the first to comment