ভ্যাপসা গরমের পর শনিবারের কালবৈশাখীর দাপটে স্বস্তির নিঃশ্বাস দক্ষিণবঙ্গে। সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নীচে৷ রবিবারের ছুটির দিনের শুরু হয়েছে দারুন ওয়েদারে। কেমন থাকবে আজ শহরের আবহাওয়া? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হবে ঝড়বৃষ্টি। এদিন কলকাতাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। গতকালের থেকে আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
এদিনও কলকাতায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম এবং গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়াও অন্যান্য জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, এবছর নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢুকতে পারে। এখনও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দেশে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পেরিয়ে ক্রমশ অগ্রসর হচ্ছে। ছয়দিন আগেই আন্দামান সাগরে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আরব সাগর, দক্ষিণ মালদ্বীপ সহ দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এ প্রবেশ করেছে।
Be the first to comment