তৃণমূলে যোগ দিয়েই প্রাক্তন দল বিজেপিকে কটাক্ষ অর্জুন সিং-এর। তাঁর নিশানায় বঙ্গ বিজেপির নেতারা। যেভাবে বঙ্গ নেতারা বিজেপিকে পরিচালনা করছেন তার সমালোচনা করে অর্জুন বললেন, ঠাণ্ডা ঘরে বসে রাজনীতি করা যায় না। বঙ্গ বিজেপি এই মুহূর্তে ফেসবুকের মধ্যে আবদ্ধ রয়েছে বলেও কটাক্ষ করতে ছাড়লেন না অর্জুন।
রবিবার তৃণমূলে যোগ দিয়ে নাম না করে অর্জুন সিং আক্রমণ করলেন অমিত মালব্য-সুকান্ত মজুমদারদের। কথায় কথায় যেভাবে বিজেপি নেতারা ফেসবুক এবং টুইটারে একের পর এক প্রতিক্রিয়া জানান তার কটাক্ষ শোনা গিয়েছে অর্জুনের গলায়।
সাধারণ মানুষের থেকে বঙ্গ বিজেপির নেতারা অনেক দূরে একথা বোঝাতে গিয়ে অর্জুন বলছেন, মানুষের সঙ্গে কোনও যোগ নেই বিজেপি নেতাদের। চট কলের শ্রমিকরা সমস্যায় রয়েছেন। একাধিকবার বলেও কোন লাভ হয়নি। আসলে তাঁরা ঠাণ্ডা ঘরে বসে রাজনীতি করেন। মানুষের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই। রাস্তায় নেমে আন্দোলন করা, মানুষের কথা বলা এমন কাজ বঙ্গ বিজেপি-র নেতারা করছেন না বলে কটাক্ষ করতে ছাড়েননি অর্জুন। এরপরই তিনি বললেন ফেসবুকে আন্দোলন করতে বেশি পছন্দ করছে বাংলার বিজেপি নেতারা।
চটকল শ্রমিকদের দাবি আদায়েকে কেন্দ্র করে এবং পাট শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু দিন ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় অর্জুনের। বেশ কয়েক দফায় দিল্লিতে গিয়ে বৈঠক করলেও লাভের লাভ কিছুই হয়নি। রবিবার তৃণমূলে যোগ দিয়ে সেই পাট শিল্প নিয়ে কেন্দ্রকে, আরও স্পষ্ট করে বললে বিজেপি সরকারকে আক্রমণ করাই ছিল অর্জুনের প্রধান লক্ষ্য।
Be the first to comment