অর্জুন-বাবুল ফিরতেই বাংলায় বিজেপির সাংসদ ১৮ থেকে কমে হলো ১৬

Spread the love

আরও এক বিধায়ক হাত ছাড়া হল বঙ্গ বিজেপির। রবিবারই পদ্ম ছেড়ে আবারও ঘাসফুলে ফিরেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। দিন কয়েক আগে বিজেপি ছেড়েছেন সাংসদ বাবুল সুপ্রিয়। সেই রেশ কাটতে না কাটতেই আবার ভাটপাড়ার ‘বেতাজ’ বাদশা অর্জুন সিং দল ছাড়লেন। আর তাতেই এক ধাক্কায় ১৮ থেকে ১৬ তে নেমে এল বিজেপির সাংসদ সংখ্যা।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বরা বাংলায় ২০০ টারও বেশি আসন জেতার স্বপ্ন দেখেছিল। স্বপ্নই বলা ভালো। কারণ ভোটের ফল বেরোতেই এক লহমায় ভেঙে গিয়েছিল সেই স্বপ্ন। কারণ ২০০ টার্গেট রাখলেও সর্বসাকুল্যে জুটেছিল মাত্র ৭৭ টা আসনে। ফলে মুখ পুড়েছিল বঙ্গ বিজেপির। আর তার পর থেকেই যেন সাংসদদের দল বদলের হিড়িক পড়েছিল। যা শুরু হয়েছিল মুকুল রায়কে দিয়ে। আর তার পর একে একে বিজেপির মোট পাঁচ জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। আর দুজন বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদকেই বেছে নিয়েছেন। ফলে বর্তমানে বাংলায় বিজেপি ৭৭ থেকে কমে হয়েছে ৭০।

২০১৯ সালে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টা আসন দখল করে বিজেপি। কিন্তু ২০২১ বিধানসভার ফল বের হতেই বিধায়কদের দল ছাড়ার হিড়িকের মধ্যেই দল ছাড়েন আসানসোল থেকে জেতা সাংসদ বাবুল। আর রবিবার আরও এক উইকেটের পতন হয়। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তৃণমূলে যোগ দেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন। ফলে সংখ্যাটা ১৮ থেকে কমে দাঁড়ায় ১৬তে। এভাবে বাবুলের পর অর্জুনেরও এভাবে দল ছাড়ায় স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তাহলে কি এবার বিধায়কদের মতো সাংসদরাও বেসুরো হচ্ছেন?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*