কয়েক মাস পর শুক্রবার বাড়ি ফিরেছিলেন। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ঘরে ফেরায় রীতিমতো উৎসবে মেতেছিলেন দলের কর্মী-সমর্থকরা। কিন্তু সেই উচ্ছ্বাস স্থায়ী হল না! বীরভূমের বড়িতে বসেই সিবিআইয়ের সমন পেলেন অনুব্রত মণ্ডল। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামীকাল, মঙ্গলবার সকাল ১১টায় তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে অনুব্রতকে।
সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআই অফিসাররা নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেন। তার কয়েকদিন পর, গত শুক্রবার বোলপুরে ফেরেন কেষ্ট। এরই মধ্যে ফের কেষ্টকে ডেকে পাঠাল সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ভোট পরবর্তী হিংসা মামলায় এর আগে দু’বার বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। শুক্রবার বোলপুরে ফিরে মঙ্গলবার ফের অনুব্রত মণ্ডল কলকাতায় আসবেন কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
সূত্রের খবর, বীরভূমের ইলামবাজারের এক বিজেপি কর্মী খুনের ঘটনায় নাম জড়িয়েছে অনুব্রতর। এবার সেই মামলতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। এদিকে বাড়ি ফিরলেও অনুব্রতর নিত্যদিনের রুটিনে কিছুটা বদল এসেছে। অসুস্থতার কারণে অঞ্চলভিত্তিক সম্মেলন, কর্মী সম্মেলন থেকে দূরে থাকছেন বীরভূমের তৃণমূল সভাপতি। গরু পাচার মামলায় গত বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দিয়ে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন তিনি। আপাতত তাঁকে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
Be the first to comment