অর্জুনের গড় ব্যারাকপুরে বিজেপির দায়িত্বে আসছেন শুভেন্দু অধিকারী

Spread the love

অর্জুন সিং তৃণমূলে ফিরতেই ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক পদে বেশ কিছু রদবদলের সিদ্ধান্ত নেওয়া হল। দলীয় সূত্রের খবর, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক দায়িত্ব পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দলের কর্মসমিতির বর্ধিত বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। বুধবার, ২৫ মে ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। আগামী ৩০ মে ব্যারাকপুরে জনসভা করার কথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার আগেই ব্যারাকপুরে সংগঠনের হাল বুঝে নিতে চান শুভেন্দু।

বিজেপির অন্দরের খবর, এদিনের বৈঠকে রাজ্য নেতৃত্ব শুভেন্দুকেই ব্যারাকপুরের দায়িত্ব নিতে বলেছেন। শুভেন্দু তাতে রাজিও হয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত অনুমোদন নিয়েই শুভেন্দু কাজে নেমে পড়তে চান। এই বৈঠকে রাজ্য এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব, দলের আইটি সেলের নেতা অমিত মালব্য প্রমুখ। দিল্লি থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।

বৈঠক শেষে উত্তর ২৪ পরগনার বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র বলেন, একজন কর্মী যাওয়া মানেও দলের ক্ষতি। বিজেপিতে আসা সোজা, কিন্তু দলে টিকে থাকা কঠিন। অন্যদল থেকে আসা অনেকেই বিজেপির নীতি ও আদর্শ মেনে চলতে পারেন না। তাই তাঁরা চলে যান। যাঁরা ঘাম ঝরিয়ে দলটা করেন, তৃণমূলের মার খেয়েও বিজেপির পতাকা তুলে ধরেন, তাঁরাই দলের আসল শক্তি। তাঁরা দলে ছিলেন, আছেন, থাকবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*