গত সপ্তাহেই রাজ্যের দুই মন্ত্রী এবং শাসক দলের দুঁদে নেতাকে জেরা করেছে সিবিআই। আবারও তাদের জেরার জন্য ডাকা হবে। তার আগে আরও তৈরি হয়ে বসতে চাইছে সিবিআই! খবর, পার্থ চ্যাটার্জি, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডলের আয় সংক্রান্ত যাবতীয় নথি আয়কর দপ্তর থেকে চেয়েছে সিবিআই। তাঁদের প্যান কার্ডের নম্বরে কোথায় কত সম্পত্তি রয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।
এসএসসি দুর্নীতি কাণ্ডে গত সপ্তাহে জেরা করা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। গরু পাচার এবং ভোট পরবর্তী হিংসা মামলায় জেরা করা হয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এবার তাঁদের আয়ের বিষয়টিও পরখ করে দেখতে চায় সিবিআই।
খবর, পার্থ, পরেশ এবং অনুব্রত যে আয়ের নথি দিয়েছে তার সঙ্গে আয়কর দপ্তরের দেওয়া নথি মিলিয়ে দেখতে চায় সিবিআই। যেই নেতা–মন্ত্রীদের আত্মীয়দের আয়কর নথিও খতিয়ে দেখা হবে। গত কয়েক বছরে তাঁরা কত আয়কর দিয়েছেন, তাও দেখবেন আধিকারিকরা। সেই নিয়ে করতে পারেন প্রশ্নও।
এদিকে আজ কথা থাকলেও সিবিআই দপ্তরে হাজিরা দিতে গেলেন না অনুব্রত। জানা গিয়েছে শারীরিক অসুস্থতাই কারণ। আগের দিন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েই চলে গিয়েছিলেন এসএসকেএম–এ। সেখানে আউটডোরে চিকিৎসা হয় তাঁর। চিকিৎসকদের পরামর্শেই আজ হাজিরা থেকে দূরে থাকছেন বলে খবর। এদিকে তিন বার জেরার মুখে বসার পর আজ কলকাতা ছাড়লেন রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী।
Be the first to comment