ইডেনে প্লে অফের আগে সিএবিকে শুভেচ্ছাবার্তা মমতার

Spread the love

দীর্ঘ দু’বছর পর আইপিএল ফিরছে কলকাতায়। স্বাভাবিকভাবেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। ইডেন চত্বরে রাত ন’টা পর্যন্ত লোকে লোকারণ্য। মঙ্গলবার প্লে অফের কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাট এবং রাজস্থান। এলিমিনেটরে লখনউয়ের বিরুদ্ধে নামবে বেঙ্গালুরু। ইডেনে প্লে অফের আগের রাতে শুভেচ্ছাবার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্লে অফের ম্যাচে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। তার উত্তরেই সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে দুটো ম্যাচ সুষ্টুভাবে আয়োজনের জন্য শুভেচ্ছা জানান।

সিএবিকে পাঠানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিঠির বয়ানে লেখা, ‘ইডেনে দুটো প্লে অফের ম্যাচে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা আবার আইপিএলের আয়োজন করবে। শহরের ক্রিকেটপ্রেমীরা আবার বিশ্বের অন্যতম সেরা টি-২০ টুর্নামেন্ট দেখার সুযোগ পাবে। এটা অত্যন্ত খুশির খবর। এর জন্য সিএবি কর্তাদের সাধুবাদ জনাই। প্লে অফের চারটে দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং কর্তাদের জন্য শুভেচ্ছা রইল। আশা করব ইডেনে দুটো ম্যাচই সফলভাবে আয়োজিত হবে।’

সোমবার বৃষ্টির পূর্ভাবাস থাকলেও আবহাওয়া ভাল ছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। তবে সবরকম পরিস্থিতির জন্য তৈরি ইডেন। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, আমরা তৈরি। আবহাওয়া আমাদের হাতে নেই। কিন্তু ম্যাচ দুটো যাতে ঠিকভাবে হয় তার সব ব্যবস্থা আছে।’ গ্রুপ পর্ব থেকেই কেকেআর বিদায় নিয়েছে। কিন্তু ‘করব, লড়ব, জিতব’ স্লোগান সিএবি কর্তাদের মুখে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*