মঙ্গল আর বুধ, পর পর দু’ দিন ইডেনে আইপিএল ম্যাচ। শেষ হতে অনেক রাত হয়ে যাবে। তবে বাড়ি ফেরার চাপ নেই দর্শকদের কারণ এই দু’ দিনই গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো এবং লোকাল ট্রেন। যাতে খেলা দেখে বাড়ি ফিরতে দর্শকদের সমস্যা না হয়, সেজন্য এই নির্দেশ মেট্রো রেল কর্তৃপক্ষের। যাঁরা কলকাতার আশপাশে শহরে যাবেন, তাঁদের কথা ভেবে বিশেষ ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে পূর্ব রেল।
মেট্রো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মঙ্গল এবং বুধবার রাত ১২টায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে দু’ জোড়া মেট্রো ছাড়বে। একটি যাবে দক্ষিণেশ্বর। আর একটি যাবে কবি সুভাষ। দু’টিই রাত ১২টা ৩৩ মিনিটে শেষ গন্তব্যে পৌঁছবে।
একই রকম বিজ্ঞপ্তি দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। জানিয়েছে, মঙ্গল ও বুধবার দু’টি লোকাল ট্রেন ছাড়বে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন থেকে। প্রিন্সেপ ঘাট থেকে একটি ট্রেন যাবে বারাসত। ১১টা ৫০ মিনিটে ছাড়বে। রাত ১টায় সেই ট্রেনটি বারাসত পৌঁছবে। বিবাদী বাগ থেকে অন্য ট্রেনটি যাবে বারুইপুর। ছাড়বে রাত ১২টা ২ মিনিটে। বারুইপুর পৌঁছবে রাত ১টা ৩২ মিনিটে। ম্যাচের দু’ দিন শহরে অতিরিক্ত বাসও চলতে পারে। এই নিয়ে ভাবনাচিন্তা করছে পরিবহন নিগম। জানিয়ে দিলেন সংগঠনের চেয়ারম্যান মদন মিত্র।
Be the first to comment