২০২৪ লোকসভা নির্বাচনের আগে আট সদস্যের রাজনীতি বিষয়ক টিম এবং টাস্কফোর্স গড়ছে কংগ্রেস। একথা ঘোষণা করলেন দলের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। দলে সংস্কার চাওয়া জি-২৩ সদস্যরা এই কর্মসূচির অংশ হবেন বলে জানানো হয়েছে। এছাড়া, ‘ভারত জোড়ো যাত্রা’র জন্য এক কেন্দ্রীয় প্ল্যানিং গ্রুপ তৈরি হবে।
রাজনৈতিক বিষয়ের দায়িত্বে থাকা দলের সদস্যরা হলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অম্বিকা সোনি, দিগ্বিজয় সিং, কেসি বেণুগোপাল, জিতেন্দ্র সিং, জি-২৩-এর নেতা গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মা। টাস্ক ফোর্সও গড়া হয়েছে আট সদস্যের। তাঁরা হলেন পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল, অজয় মাকেন, প্রিয়াঙ্কা গান্ধী, রণদীপ সূরযেওয়ালা এবং সুনীল কানুগোলু। সংগঠন, যোগাযোগ, মিডিয়া, আউটরিচ, ফিনান্স এবং নির্বাচনী ব্যবস্থাপনার মতো বিষয়ে এক একজনকে এক এক রকম দায়িত্ব দেওয়া হবে।
প্রত্যেক সদস্যের জন্য মনোনীত দল গঠন হবে যা পরে জানিয়ে দেওয়া হবে। উদয়পুরের নব সংকল্প ঘোষণারও ফলো আপ রাখবে এই টাস্ক ফোর্স। এদিকে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচির কেন্দ্রীয় পরিকল্পনা কমিটিতে রাখা হয়েছে ৯ জনকে। সেই দলে আছেন দিগ্বিজয় সিং, শচীন পাইলট, শশী থারুর, রণবীর সিং বিট্টু, কেজে জর্জ, জ্যোতি মানি, প্রদ্যুত বরদলই, জিতু পাটওয়ারিন এবং সালিম আহমেদের মতো নেতারা।
Be the first to comment