শুভেন্দুর সভার আগে শ্যামনগরে বিজেপি নেতার নামে ছেয়ে গেলো পোস্টার

Spread the love

দীর্ঘ টালবাহানার পর রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং। তাঁর ফুলবদলের পর ব্যারাকপুরের দায়িত্ব তুলে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর কাঁধে। আর দায়িত্ব নেওয়ার পর বুধবারই অর্জুন গড়ে প্রথম সাংগঠনিক সভা করবেন তিনি। দুপুরের দিকে সেখানে তাঁর পৌঁছানোর কথা রয়েছে। আর তার আগে শ্যামনগরে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পোস্টার ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। এমনকী, রেললাইনের পাশেও সাঁটানো হয়েছে সেই পোস্টার। আর ওই পোস্টারেই জেলা সভাপতিকে অর্জুনের এজেন্ট বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে পোস্টারের মাধ্যমেই জেলা সভাপতিকে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়েছে। যদিও এই নিয়ে তৃণমূল অথবা বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

টালমাটাল অবস্থা বঙ্গ বিজেপির। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের তৃণমূলে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই নিউটাউনের হোটেলে বৈঠকে বসেছিল রাজ্য বিজেপি। অর্জুনের ফুলবদলের জেরে এই মুহূর্তে ব্যারাকপুরের সংগঠনকে শক্ত হাতে ধরার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর কাঁধে। আর দায়িত্ব কাঁধে নেওয়ার পরই বুধবার ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক করবেন তিনি। এই বৈঠকেই শুভেন্দু ব্যারাকপুরে সংগঠনের পরিস্থিতি বুঝে আগামী দিনে এই এলাকায় দলকে চালনা করার রূপরেখা তৈরি করবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। অর্জুন সিংয়ের দলত্যাগের পরই বিজেপির ব্যারাকপুরের এই সাংগঠনিক বৈঠক ঘিরে জোর চর্চা চলছে।

অর্জুনের ফুলবদলের পরই তৎপর বঙ্গ বিজেপি। মঙ্গলবার সকাল থেকে প্রত্যেক জেলাতেই বিধায়কদের নিয়ে আলাদাভাবে দফায় দফায় বৈঠক হয়েছে। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে সাংগঠনিক বৈঠক সারছে বিজেপি। তবে মুখে সে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তারা। রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, কে এল গেল তাতে সমস্যা নেই। অর্জুনের দলবদলের জেরে কোনও সমস্যাই হবে না। যদিও বাস্তব ছবিটা একেবারে অন্যরকম। ব্যারাকপুরে বিজেপির সংগঠন কীভাবে সামাল দেওয়া যাবে, তা নিয়ে ইতিমধ্যেই বেশ অস্বস্তিতে রয়েছে পদ্ম শিবির। তার মধ্যে আবার দলবদলের পরই হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন। জানিয়েছেন, বিজেপির ৯০ শতাংশই এবার চলে আসবে তৃণমূলে। তিনি বলেছিলেন, “ওয়েট অ্যান্ড সি, অনেকে আসবে, এটা বলতে পারি।”

এদিকে একের পর এক নেতার দলবদলের ফলে যখন বঙ্গ বিজেপির অবস্থা একেবারেই টালমাটাল, সেখানে শুভেন্দুর সভার আগে শ্যামনগরে ছেয়ে গেল ‘অর্জুনের এজেন্ট’ লেখা পোস্টার। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*